লেখক | র্যাডক্লিফ হল |
---|---|
দেশ | যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি |
ধরন | নারী সমকামী সাহিত্য |
প্রকাশিত | ১৯২৮ |
দ্য ওয়েল অব লোনলিনেস (ইংরেজি: The well of loneliness) হচ্ছে নারী ঔপন্যাসিক র্যাডক্লিফ হল দ্বারা লিখিত একটি জনপ্রিয় ইংরেজি ভাষার উপন্যাস। নারী-সমকামিতা-কাহিনী বিশিষ্ট এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯২৮ সালে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৫১ সালে উপন্যাসটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হওয়ার পরেই কয়েক লাখ কপি বিক্রি হয়ে যায়।[১][২]
১৯২৮ সালে প্রকাশনার পর উপন্যাসটি নিষিদ্ধ করার প্রয়াস চালায় ব্রিটিশ সরকার তবে তারা ব্যর্থ হয় কারণ তখন থেকেই নারী-পাঠিকাদের মধ্যে উপন্যাসটি জনপ্রিয় হয়ে গিয়েছিলো যদিও শুরুর দিকে একটু গোপনে গোপনে বিক্রি করা হতো কারণ পুলিশ দ্বারা গ্রেফতার হওয়ার ভয় ছিলো।
উপন্যাসটির মুখ্য চরিত্রের নাম ছিলো স্টিফেন গর্ডন যিনি একজন সমকামী নারী থাকেন এবং তার জন্ম ভিক্টোরীয় যুগের শেষের দিকে হয়েছে।[৩] উপন্যাসটি ফরাসী ভাষা এবং জার্মান ভাষাতেও অনুবাদ করা আছে।