লেখক | Sherry Jones |
---|---|
দেশ | United States |
ভাষা | English |
প্রকাশিত | October 2008 Gibson Square (UK) Beaufort Books (US) |
মিডিয়া ধরন | Print (hardcover) |
পৃষ্ঠাসংখ্যা | 432 pages |
আইএসবিএন | ৯৭৮-০-৩৪৫-৫০৩১৬-৯ ৯৭৮-০৮২৫৩০৫১৮৪ ০৮২৫৩০৫১৮৭ |
ওসিএলসি | ১৯১৯২২৫৭৩ |
শেরি জোন্সের ঐতিহাসিক উপন্যাস 'দ্য জুয়েল অফ মদিনা' হযরত মুহাম্মদ (সা.)-এর অন্যতম স্ত্রী আয়েশার (রা.) জীবনী তুলে ধরে।[১] উপন্যাসে ছয় বছর বয়সে যখন তাঁর সাথে মুহাম্মদ (সা.)-এর বিবাহের চুক্তি হয়, সেই সময় থেকে শুরু করে তাঁর মৃত্যু পর্যন্ত সময়ের কাহিনী বিবৃত হয়েছে।[২]
যদিও ২০০৮ সালে উপন্যাসটি প্রকাশের কথা ছিল, সম্ভাব্য উত্তেজক বিষয়বস্তু নিয়ে উদ্বেগের কারণে র্যান্ডম হাউস প্রকাশনা সংস্থা বইটির প্রকাশ বাতিল করে দেয়। পরবর্তীতে, দেশীয় এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থাগুলি এর স্বত্ব কিনে নেয়।[২][৩][৪]