লেখক | মার্গারেট অ্যাটউড |
---|---|
অডিও পাঠক | অ্যান ডাউড[১] ব্রাইস ডালাস হাওয়ার্ড[১] মে হুইটম্যান[১] ডেরেক জ্যাকবি[১] ট্যান্টু কার্ডিনা[১] মার্গারেট অ্যাটউড[১] |
প্রচ্ছদ শিল্পী | নোমা বার / ডাচ আঙ্কল |
দেশ | কানাডা |
ভাষা | ইংরেজি |
ধরন | বিজ্ঞান কল্পকাহিনী, ডিস্টোপিয়ান কল্পকাহিনী |
প্রকাশক | ম্যাক্লিল্যান্ড অ্যান্ড স্টুয়ার্ট (কানাডা) ন্যান এ. ট্যালিজ (মার্কিন যুক্তরাষ্ট্র) শ্যাটো অ্যান্ড উইন্ডুস (যুক্তরাজ্য) |
প্রকাশনার তারিখ | ১০ সেপ্টেম্বর ২০১৯ |
মিডিয়া ধরন | মুদ্রিত (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ৪৩২ |
আইএসবিএন | ৯৭৮-০-৩৮৫-৫৪৩৭৮-১ |
813.54 | |
এলসি শ্রেণী | PR9199.3.A8 |
পূর্ববর্তী বই | দ্য হ্যান্ডমেইড্স টেল |
দ্য টেস্টামেন্টস (ইংরেজি: The Testaments, অনুবাদ 'শেষ ইচ্ছাপত্রসমূহ') মার্গারেট অ্যাটউড রচিত ২০১৯ সালের বিজ্ঞান কল্পকাহিনী উপন্যাস। এটি দ্য হ্যান্ডমেইড্স টেল (১৯৮৫)-এর অনুবর্তী পর্ব।[২] উপন্যাসটি দ্য হ্যান্ডমেইড্স টেল-এর ঘটনাবলির ১৫ বছর পরের ঘটনার প্রেক্ষাপটে রচিত। পূর্ববর্তী উপন্যাসের চরিত্র আন্ট লিডিয়া, জিলিডে বসবাসকারী তরুণী অ্যাগনেস এবং কানাডায় বসবাসকারী তরুণী ডেইজি এই উপন্যাসের ঘটনাবলির বর্ণনা করে।[৩]
দ্য টেস্টামেন্টস ২০১৯ সালের বুকার পুরস্কারের যৌথ বিজয়ী, এটি বার্নার্ডিন এভারিস্টোর গার্ল, ওম্যান, আদার-এর সাথে যৌথভাবে এই পুরস্কার লাভ করে।[৪] এছাড়া এটি ৫০,০০০-এর অধিক ভোট পেয়ে গুডরিডস চয়েস পুরস্কার ২০১৯-এ 'শ্রেষ্ঠ কল্পকাহিনি' হিসেবে নির্বাচিত হয়।[৫]