দ্য ডার্ক নাইট | |
---|---|
পরিচালক | ক্রিস্টোফার নোলান |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার |
|
উৎস | ডিসি কমিকস প্রকাশিত কমিক বই এর চরিত্র হতে |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | ওয়ালি ফিস্টার |
সম্পাদক | লি স্মিথ |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ওয়ার্নার ব্রস. পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫২ মিনিট[১] |
দেশ | |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৮৫ মিলিয়ন[৩] |
আয় | $১.০০৬ বিলিয়ন[৩] |
দ্য ডার্ক নাইট ২০০৮ সালে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলান কর্তৃক পরিচালিত একটি মার্কিন সুপারহিরো চলচ্চিত্র। ডিসি কমিকস এর সুপারহিরো ব্যাটম্যানকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্র ২০০৫ সালের ব্যাটম্যান বিগিনস চলচ্চিত্রের সিক্যুয়েল। এতে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। অন্যান্য অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন মাইকেল কেইন, হিথ লেজার, গ্যারি ওল্ডম্যান, অ্যারন একহার্ট, ম্যাগি জিলেনহল ও মরগান ফ্রিম্যান।
চলচ্চিত্রটি নির্মিত হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায়। এটি উৎসর্গ করা হয় হিথ লেজারের স্মরণে, যিনি এর মুক্তির ছয় মাস আগে মারা যান।[৪] চলচ্চিত্রটি ২০০৮ সালের ১৬ জুলাই অস্ট্রেলিয়ায়, ১৮ জুলাই উত্তর আমেরিকায় ও ২৪ জুলাই যুক্তরাজ্যে মুক্তি পায়। চলচ্চিত্র সমালোচকদের মতে এই এটি সর্বকালের অন্যতম সেরা সুপারহিরো চলচ্চিত্র। বিশ্বব্যাপী চলচ্চিত্রটি ১ বিলিয়নের বেশি মার্কিন ডলার আয় করে।[৩] চলচ্চিত্রটি আটটি একাডেমি পুরস্কার-এর জন্য মনোনয়ন পায় এবং সেরা শব্দ সংযোগের পুরস্কার জিতে নেয়। জোকার চরিত্রে অভিনয় করা হিথ লেজার সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। ২০১২ সালে এই চলচ্চিত্রের সিক্যুয়েল এবং সিরিজের শেষ চলচ্চিত্র দ্য ডার্ক নাইট রাইজেস মুক্তি পায়।