দ্য নিক অ্যাডামস স্টোরিজ হল আর্নেস্ট হেমিংওয়ে রচিত ছোটগল্পের সংকলন। এটি হেমিংওয়ের মৃত্যুর এক দশক পর ১৯৭২ সালে প্রকাশিত হয়। এই সংকলনে সবগুলো গল্পের প্রধান চরিত্র নিক অ্যাডামস, যে গল্পগুলো হেমিংওয়ে জীবদ্দশায় বিভিন্ন ছোটগল্প সংকলনের প্রকাশিত হয়েছিল। দ্য নিক অ্যাডামস স্টোরিজ সংকলনে ২৪টি গল্প ও স্কেচ অন্তর্ভুক্ত করা হয়, তন্মধ্যে আটটি পূর্বে প্রকাশিত হয়নি। হেমিংওয়ের কয়েকটি প্রারম্ভিক কর্ম, তথা "ইন্ডিয়ান ক্যাম্প" ও "বিগ টু-হার্টেড রিভার" এই সংকলনে অন্তর্ভুক্ত ছিল।[১]
তার অন্যান্য মরণোত্তর কর্মের মত দ্য নিক অ্যাডামস স্টোরিজ-এ কিছু পুনর্বিন্যস্তকরণ করা হয় ও সম্পাদনা করা হয়, যেমনটা তিনি কখনো চাননি।[২] দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একজন পর্যালোচক "থ্রি শটস" গল্প সম্পর্কে বলেন, এই অংশটি হেমিংওয়ে মূলত ১৯২৫ সালে ইন আওয়ার টাইম সংকলনে প্রথম প্রকাশিত "ইন্ডিয়ান ক্যাম্প থেকে বাদ দিয়েছিলেন।[১]