দ্য ফিভার | |
---|---|
![]() | |
পরিচালক | ক্যারল গ্যাব্রিয়েল নিরো |
প্রযোজক | জ্যাসন ব্লাম |
রচয়িতা | ওয়ালেস শন কার্লো গ্যাব্রিয়েল নিরো |
শ্রেষ্ঠাংশে | ভেনেসা রেডগ্রেইভ মাইকেল মুর |
সুরকার | ক্লডিও ক্যাপোনি |
চিত্রগ্রাহক | মার্ক মরিয়ার্টি |
সম্পাদক | মেল কুয়েগলি |
পরিবেশক | এইচবিও ফিল্মস |
মুক্তি | ২৪ সেপ্টেম্বর, ২০০৪ (সান সেবাশ্চিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব) |
স্থিতিকাল | ৮৩ মিনিট |
দেশ | ![]() ![]() |
ভাষা | ইংরেজি |
দ্য ফিভার (ইংরেজি: The Fever) হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি টেলিভিশন চলচ্চিত্র। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র এবং এইচবিও টেলিভিশন চ্যানেলে এটি মুক্তি পায়। এটির পরিচালক ছিলেন কার্লো গ্যাব্রিয়েল নিরো এবং ওয়ালেস শনের ১৯৯০ সালে লিখিত নাটকের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত।[১]
চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ভেনেসা রেডগ্রেইভ এবং অতিথি উপস্থিতিতে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, জোয়েলি রিচার্ডসন, এবং অস্কার বিজয়ী তথ্যচিত্র পরিচালক মাইকেল মুর।
পূর্ব ইউরোপের আবহ ফুটিয়ে তুলতে চলচ্চিত্রটির কিছু অংশ যুক্তরাজ্যের উত্তর ওয়েলসের স্নোডোনিয়া অঞ্চলে চিত্রধারণের কাজ করা হয়।[২]