দ্য ফেবলম্যান্স | |
---|---|
ইংরেজি: The Fabelmans | |
পরিচালক | স্টিভেন স্পিলবার্গ |
প্রযোজক |
|
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জন উইলিয়ামস |
চিত্রগ্রাহক | ইয়ানুৎস কামিন্স্কি[১] |
সম্পাদক |
|
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫১ মিনিট[২] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৪০ মিলিয়ন |
আয় | $৩০.৩ মিলিয়ন[৩][৪] |
দ্য ফেবলম্যান্স স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ২০২২ সালের মার্কিন নাট্যধর্মী চলচ্চিত্র। স্পিলবার্গ টনি কুশনারের সাথে যৌথভাবে এটি রচনা ও প্রযোজনা করেন। এটি স্পিলবার্গের কৈশোর ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রথম বর্ষের ঘটনাবলি অনুসারে অর্ধ-আত্মজীবনীমূলক চলচ্চিত্র। এতে কাল্পনিক চরিত্র স্যামি ফেবলম্যানের চরিত্রের মধ্য দিয়ে সত্য ঘটনাবলি চিত্রিত করা হয়েছে। গ্যাব্রিয়েল লাবেল স্যামি চরিত্রে অভিনয় করেন, এবং মিশেল উইলিয়ামস, পল ড্যানো, সেথ রোগেন ও জুড হার্শ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি স্পিলবার্গের পিতামাতা আর্নল্ড স্পিলবার্গ ও লিয়া অ্যাডলারের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, যারা যথাক্রমে ২০১৭ ও ২০২০ সালে মৃত্যুবরণ করেন।[৫]
২০২২ সালের ১০ই সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্য ফেবলম্যান্স চলচ্চিত্রটির বৈশ্বিক উদ্বোধনী প্রদর্শনী হয়, সেখানে এটি পিপলস চয়েস পুরস্কার অর্জন করে। ইউনিভার্সাল পিকচার্স ১১ই নভেম্বর প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির সীমিত পরিসরে এবং ২৩ই নভেম্বর বৃহৎ পরিসরে মুক্তি দেয়। চলচ্চিত্রটি বিপুল সমাদৃত হয়, বিশেষ করে অভিনয়শিল্পীদের অভিনয় পারদর্শিতা, পরিচালনা, চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও জন উইলিয়ামসের সুরের জন্য। ন্যাশনাল বোর্ড অব রিভিউ ও আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ২০২২ সালের সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় এই চলচ্চিত্রটিকে স্থান দেয়। অধিকন্তু, ৪০ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণব্যয়ের চলচ্চিত্রটি ৩০.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বক্স অফিসেও সফলতা অর্জন করে।
চলচ্চিত্রটি অসংখ্য পুরস্কার ও মনোনয়ন লাভ করে, তন্মধ্যে রয়েছে ৯৫তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা, শ্রেষ্ঠ অভিনেত্রী (মিশেল) ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (হার্শ)-সহ ৭টি মনোনয়ন; ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ৫টি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে পুরস্কার জয়। এছাড়া এটি ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ১১টি বিভাগে মনোনয়ন থেকে শ্রেষ্ঠ তরুণ অভিনয়শিল্পী (লাবেল) বিভাগে পুরস্কার লাভ করে এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে সেরা অভিনয়শিল্পীদল ও সেরা পার্শ্ব অভিনেতা (ড্যানো) বিভাগে দুটি মনোনয়ন লাভ করে।