দ্য বয় নেক্সট ডোর The Boy Next Door | |
---|---|
![]() থিয়েট্রিক্যাল রিলিজ পোস্টার | |
পরিচালক | রব কোহেন |
প্রযোজক |
|
রচয়িতা | বারবারা কারি |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | ডেভ ম্যাকফারল্যান্ড |
সম্পাদক | মিশেল অ্যালার |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯০ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ৪ মিলিয়ন মার্কিন ডলার[২][৩] |
আয় | ৫২.৪ মিলিয়ন মার্কিন ডলার[৩] |
দ্য বয় নেক্সট ডোর (ইংরেজি: The Boy Next Door, বাংলা: পাশের বাড়ির ছেলে) হল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন কামোদ্দীপক থ্রিলার-হরর চলচ্চিত্র। ছবিটির পরিচালক হলেন রব কোহেন এবং চিত্রনাট্যকার হলেন বারবারা কারি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন জেনিফার লোপেজ, রায়ান গুজম্যান ও ইয়ান নেলসন এবং অন্যতম দু’টি পার্শ্বচরিত্রে অভিনয় করেন জন করবেট ও ক্রিস্টিন শেনোয়েথ। লোপেজ এখানে ক্লেয়ার নামে এক উচ্চ বিদ্যালয় শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি তাঁর স্বামীর (করবেট) সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছিলেন। সেই সময় বয়সে ছোটো একটি প্রতিবেশী ছেলের (গুজম্যান) সঙ্গে তাঁর এক রাতের জন্য শারীরিক সম্পর্ক স্থাপিত হয়। সেই সম্পর্ক থেকে ক্লেয়ারের প্রতি ছেলেটির একটি বিপজ্জনক মোহ জন্মায়।
প্রাক্তন ফৌজদারি আইনজীবী বারবারা কারি তাঁর নিজের জীবনের একটি অভিজ্ঞতার ভিত্তিতে এই ছবির চিত্রনাট্য রচনা করেন। ব্লুমহাউস প্রোডাকশনস ছবিটি নির্মাণে অর্থ জোগান দেয় এবং এটি প্রযোজনা করে। ২০১৩ সালের শেষ দিকে ২৩ দিন ধরে লস এঞ্জেলস ও ক্যালিফোর্নিয়ার অন্যান্য স্থানে ছবিটির চলচ্চিত্রায়নের কাজ চলে। ২০১৫ সালের ২৩ জানুয়ারি ইউনিভার্সাল পিকচার্স কর্তৃক ছবিটি মুক্তি পায়। সাধারণভাবে সমালোচকদের প্রশংসা অর্জনে ব্যর্থ হলেও ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করে। ছবিটির মোট আয় হয়েছিল এটির বাজেটের পনেরো গুণেরও বেশি। ২০১৫ সালের ২৮ এপ্রিল এটি ব্লু-রে ও ডিভিডি-তে মুক্তি পায়।
এই ছবিতে অভিনয় করে জেনিফার লোপেজ একটি এমটিভি মুভি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং বেস্ট স্কেয়ার্ড-অ্যাজ-শিট পারফরম্যান্স বিভাগে ২০১৫ এমটিভি মুভি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে জয়লাভ করেন।[৪] এই ছবিতে অভিনয় করে লোপেজ ইউনিভিশন সম্প্রচারিত প্রিমিওজ জুভেনটাডে অভিনেত্রী ও প্রযোজক হিসেবে আরও দু’টি সম্মাননা অর্জন করেছিলেন।[৫] এছাড়া পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসে লোপেজ ফেভারিট ড্রামাটিক মুভি অ্যাকট্রেস বিভাগে একটি মনোনয়ন লাভ করেন এবং ছবিটি মনোনয়ন লাভ করে ওই পুরস্কারের ফেভারিট থ্রিলার মুভি বিভাগে। এছাড়া ছবিটি গোল্ডেন র্যা প্সবেরি অ্যাওয়ার্ডে একটি মনোনয়ন লাভ করে। লোপেজ এই পুরস্কারের নিকৃষ্টতম অভিনেত্রী বিভাগে একটি মনোনয়ন পান।
বছর | পুরস্কার | বিভাগ | প্রাপক | ফলাফল |
---|---|---|---|---|
২০১৫ | এমটিভি মুভি অ্যাওয়ার্ড | বেস্ট স্কেয়ার্ড-অ্যাজ-শিট পারফরম্যান্স | জেনিফার লোপেজ | বিজয়ী |
প্রিমিওস জুভেনাড | অ্যাক্ট্রিজ কু সে রোবা লে প্যান্টালা (প্রিয় অভিনেত্রী) | বিজয়ী | ||
প্যান্টালা মেজ পেদ্রে (প্রিয় চলচ্চিত্র) | জেনিফার লোপেজ, জেসন ব্লুম | বিজয়ী | ||
২০১৬ | পিপল’স চয়েস অ্যাওয়ার্ড[৬] | ফেভারিট ড্রামাটিক মুভি অ্যাক্ট্রেস | জেনিফার লোপেজ | মনোনীত |
ফেভারিট থ্রিলার মুভি | দ্য বয় নেক্সট ডোর | মনোনীত | ||
গোল্ডেন র্যা স্পবেরি পুরস্কার | নিকৃষ্টতম অভিনেত্রী | জেনিফার লোপেজ | মনোনীত |
<ref>
ট্যাগ বৈধ নয়; BBFC
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; NY Daily News
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; Box Office Mojo
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি