দ্য মিজ | |
---|---|
জন্ম নাম | মাইকেল গ্রেগরি মিজানিন |
জন্ম | [১] পার্মা, আহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র[১][২] | অক্টোবর ৮, ১৯৮০
বাসস্থান | ভেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র[১] |
শিক্ষা প্রতিষ্ঠান | মিয়ামি ইউনিভার্সিটি |
দাম্পত্য সঙ্গী | মারিসে কুযেলেট (বি. ২০১৪) |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | Calgary Kid[৩] দ্য মিজ মাইক মিজানিন |
কথিত উচ্চতা | ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)[৪] |
কথিত ওজন | ২২০ পা (১০০ কেজি)[৪] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | হলিউড, ক্যালিফোর্নিয়া Cleveland, Ohio[৪] Calgary, Alberta, Canada |
প্রশিক্ষক | আল্টিমেট প্রো রেসলিং আল স্লো বিল ডেমোট |
অভিষেক | ২০০৩ |
মাইকেল গ্রেগরি "মাইক" মিজানিন (জন্ম অক্টোবর ৮, ১৯৮০)[১] একজন আমেরিকান পেশাদার কুস্তিগির, বাস্তবতা টেলিভিশন তারকা এবং অভিনেতা। তিনি ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তি করেছেন, সেখানে সে তার রিং নাম দ্য মিজ নামে কুস্তি লড়েন। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন।
মিজানিন এমটিভি'র দ্য রিয়েল ওয়ার্ল্ড: ব্যাক টু নিউ ইয়র্ক এর অভিনেতা দলের সদস্য ছিলেন, যেটি প্রথম ২০০১ সালে শুরু হয়। তিনি দ্য রিয়েল ওয়ার্ল্ড: ব্যাক টু নিউ ইয়র্কের স্পীন অফ সিরিজ রিয়েল ওয়ার্ল্ড/রোড রুলস চ্যালেঞ্জ এ অভিনয় করেছেন। তিনি টাফ এনাফ এর চতুর্থ সিরিজে অংশগ্রহণ করে। টাফ এনাফ এমন একটি টেলিভিশন প্রতিযোগিতা যেখানে বিজয়ীকে ডাব্লিউডাব্লিউই এর চুক্তি দেওয়া হয়। মিজানিন এতে প্রথম রানার্স আপ হয়। মিজানিন প্রশিক্ষিত এবং স্বাধীন/উন্নায়নমূলক কুস্তিতে অংশ নেন।যথাঃ আল্টিমেট প্রো রেসলিং, ডীপ সাউথ রেসলিং, এবং ওহাইও ভ্যালি রেসলিং।
২০০৬ সালে মিজানিন ডাব্লিডাব্লিউই ডিভা সার্চ প্রতিযোগিতায় উপাস্থপক হন। তার উপস্থাপনা কর্তব্যের মধ্যে, ২০০৬ সালের সেপ্টেম্বরে তার অভিষেক হয়। ২০১০ সালের ডাব্লিউডাব্লিউই মানি ইন দ্য ব্যাংকে মানি ইন দ্য ব্যাংক লেডার ম্যাচ জিতে। এটি একটি চুক্তি যেটি জমা দিয়ে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে পারবে। নভেম্বরে তিনি এটি জমা দিয়ে র্যান্ডি অরটনকে হারিয়ে ডাব্লিউডাব্লিইই চ্যাম্পিয়ন হন। তিনি টানা ছয় মাস চ্যাম্পিয়ন ছিলেন। ২০১১ সালের , বার্ষিক প্রো রেসলিং ইলাস্ট্রেটেডে পৃথিবীর সেরা ৫০০ রেসলারের তালিকার মধ্যে মিজ ১ম স্থান অধিকার করে। মিজ ডাব্লিইডাব্লিইইতে মোট ১৩টি চ্যাম্পিয়নশিপ জিতেছে (ডাব্লিউডাব্লিউ ১বার, আন্তঃমহাদেশীয় ৫ বার, দুইবার মার্কিন যুক্তরাষ্ট্রীয়, এবং ট্যাগ টিম) মিজ কোম্পানীর ইতিহাসে ২৫তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন। মিজ ১৪তম ম গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ন, এবং (সহ জন মরিসন) ২০০৮ সেরা ট্যাগ টিমের জন্য স্লামি পুরস্কার জিতেছে। ২০১৪ সালে তিনি তার দীর্ঘ সময়ের বান্ধবী, মডেল, অভিনেত্রী এবং দুই বারের ডিভা চ্যাম্পিয়ন মারিসে কুযেলেটকে বিয়ে করেন।
মিজানিন ক্লেভেল্যান্ড, ওহাইওতে জন্মগ্রহণ করেছিল এবং সেখানে বড় হয়েছে। সেখানে সে নরম্যান্ডি হাই স্কুলে করেছেন এবং তখন তার বিদ্যালয়ের বাস্কেট বল এবং ক্রস কান্ট্রি দলের অধিনায়ক ছিলেন।[১][২] এছাড়াও তিনি সাঁতারে অংশগ্রহণ করেন। এছাড়াও সে সময় তিনি ছাত্র সরকারের সদস্য ছিলেন এবং তার উচ্চ বিদ্যালয়ের বর্ষপঁজির সম্পাদক ছিলেন।[১] এরপর তিনি মিয়ামি ইউনিভার্সিটি ভর্তি হন, এই সময় তিনি থেটা চি নামক ভ্রাতৃসংঘের সদস্য ছিলেন। মিজানিন রিচার্ড টি. ফারমার স্কুল অব বিজনেস এ ব্যবসা নিয়ে পড়াশোনা করেন।[৫]
বছর | শিরোনাম | অভিনয় | নোট |
---|---|---|---|
২০১২ | দ্য ক্যাম্পাইজন | দ্য মিজ | ক্যামেও |
২০১৩ | দ্য ম্যারিন ৩: হোমফোর্ন্ট | জ্যাক কার্টার | |
২০১৩ | কুইন্স অব দ্য রিং | নিজের | ক্যামেও |
২০১৩ | ক্রিসমাস বান্টি | মাইক | |
২০১৪ | স্কুবি-ডু! রেসলম্যানিয়া মিস্ট্রি | নিজের | কণ্ঠ |
২০১৫ | দ্য ম্যারিন ৪: মুভিং টার্গেট | জ্যাক কার্টার | |
২০১৫ | স্যান্টা'স লিটল হেলপার | ড্যাক্স | |
২০১৬ | স্কুবি-ডি! রেসলম্যানিয়া মিস্টরি ২ | নিজের | কন্ঠ |
বছর | শিরোনাম | অভিনয় | নোট |
---|---|---|---|
২০০১ | দ্য রিয়েল ওয়ার্ল্ড: ব্যাক টু নিউ ইয়র্ক | নিজের | পর্ব ২, ৩, ৪, ২৩ |
২০০২ | ব্যাটেল অব দ্য সিজন | নিজেল | বিজয়ী |
২০০৩–২০০৪ | দ্য গান্টেলেট | নিজের | |
২০০৪ | টাফ এনাফ | নিজের | |
২০০৪ | দ্য ইনফেরনো | নিজের | |
২০০৪–২০০৫ | ব্যাটেল অব দ্য সিক্সেস ২ | নিজের | |
২০০৫ | দ্য ইনফেরনো ২ | নিজের | বিজয়ী |
২০০৫ | ব্যাটেল অব দ্য নিউ ইয়র্ক রিয়েলিটি স্টার্স | নিজের | পর্ব ১.২ |
২০০৬ | ফিয়ার ফ্যাক্টার | নিজের | বিজয়ী |
২০০৭ | আইডেন্টি | নিজের | পর্ব ১১ |
২০০৮ | গোস্ট হান্টার্স | নিজের | |
২০০৯ | আর ইউ স্মার্টার দেন আ ৫থ গ্রেডার? | নিজের | |
২০০৯ | ডিনার: ইম্পোসিবল | নিজের | |
২০১০ | ডিস্টোরি বিল্ড ডিস্টোরি | নিজের | |
২০১১ | এইচ৮আর | দ্য মিজ | পর্ব ৪ |
২০১১ | টাফ এনাফ | দ্য মিজ | |
২০১২ | আগোরা এ তারদে | নিজের | ব্রাজিলীয় সংলাপ |
২০১২ | Psych | মারিয়ো | পর্ব ৯১ |
২০১২ | পেয়ার অব কিংস | ডামোনে | পর্ব ৫৬ |
২০১২ | দ্য সুপ' | নিজের | |
২০১৪ | ডিল উইথ ইট | নিজের | পর্ব ১৮ |
২০১৪ | ওহ মাই ইংলিশ! (সিজন ৩) | নিজের | পর্ব ২২ |
২০১৫ | সিরিন্স | ল্যাঞ্চ/জিম প্রশিক্ষক | পর্ব ৯ |
২০১৫ | দ্য সুপ | নিজের | পর্ব ১৩ |
২০১৫ | ডাব্লিউডাব্লিউই টাফ এনাফ টক | উপস্থাপক | পর্ব ১ - ৫ |
২০১৫ | ডাব্লিউডাব্লিউই টাফ এনাফ | সংলাপ উপস্থাপক এবং বিচারক | সংলাপ উপস্থাপক (পর্ব ১-৫)
বিচারক (পর্ব ৬-১০) |
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। WWE.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৮, ২০১৩।
the swinging corner clothesline.
Miz hit a back breaker/neck breaker combination.
Miz escaped and hit a back breaker/neck breaker combination.
He says that he will show Kofi why he is the most must see WWE Superstar.