দ্য মেকিং অব দ্য মহাত্মা | |
---|---|
পরিচালক | শ্যাম বেনেগল |
রচয়িতা | ফাতিমা মীর |
শ্রেষ্ঠাংশে | রজিত কাপুর, পল্লবী জোশী |
সুরকার | ভঁরাজ ভাটিয়া |
চিত্রগ্রাহক | অশোক মেহতা |
মুক্তি | ১৯৯৬ |
স্থিতিকাল | ১৪৪ মিনিট |
ভাষা | ইংরেজি |
দ্য মেকিং অফ দ্য মহাত্মা হলো শ্যাম বেনেগাল পরিচালিত ১৯৯৬ সালের যৌথ ভারত–দক্ষিণ আফ্রিকা প্রযোজিত চলচ্চিত্র,[১] এটি দক্ষিণ আফ্রিকায় ২১ বছর চলাকালীন মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী, মহাত্মা নামেও পরিচিত) প্রাথমিক জীবন নিয়ে তৈরি। চলচ্চিত্রটি ফাতিমা মীর রচিত দ্য অ্যাপ্রেন্টিসশিপ অফ অ্যা মহাত্মা বইটির উপর ভিত্তি করে নির্মিত।[২]