এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ। |
দ্য রকার্স | |
---|---|
ট্যাগ টিম | |
সদস্যগণ | মার্টি জেনেথি শন মাইকেলস |
নাম(সমূহ) | দ্য রকার্স দ্য মিডনাইট রকার্স |
উচ্চতা | শন মাইকেলস: ৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার) মার্টি জেনেথি: ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) |
মিলিত ওজন | ৪৫১ পা (২০৫ কেজি) |
অভিষেক | মে ২৫, ১৯৮৫ |
বিযুক্ত | জানুয়ারি ১২, ১৯৯২ |
সক্রিয়তা | ১৯৮৫–১৯৯২ ২০০৫ |
পদোন্নতি | এডাব্লিউএ সিসিডাব্লিউ সিএসডাব্লিউ সিডাব্লিউএ এনডাব্লিউএ এনডাব্লিউএফ এসডাব্লিউএস ডাব্লিউডাব্লিউএফ/ই |
দ্য রকার্স ছিল পেশাদারি কুস্তির একটি ট্যাগ টিম যেটি শন মাইকেলস এবং মার্টি জেনেথি টিমআপ করে ১৯৮৫-১৯৯২ সাল পর্যন্ত রেসলিং করেছিল।[১] ১৯৯২ সালে একটি সহিংসতা পূর্ণ ক্যায়ফেব এর মাধ্যমে টিম টি ভেঙ্গে যায়। তখন মাইকেলস দ্য হার্টব্রেক কিড গিমিক ধারণ করে এবং ২০১০ সালে তার অবসরের আগ পর্যন্ত এই গিমিকে রেসলিং করে। ১৯৯৬ সালে জেনেথি লেইফ কেসেডির (পরবর্তীতে অল স্নো) সাথে মিলিত হয়ে "দ্য নিউ রকার্স" তৈরি করে। কিন্তু টিম টি ডাব্লিউডাব্লিউএফ এ তেমন সফলতা অর্জন করে নি এবং একই বছরই এই টিম টি ভেঙ্গে যায়।
২০০৫ সালে রকার্স এক রাতের জন্য মিলিত হয়েছিল। কিন্তু ২০০৬ সালে জেনেথি কে ডাব্লিউডাব্লিউএফ থেকে মুক্ত করে দেয়ার ফলে কোনো কিছু করা সম্ভব হয় নি। ২০০৬ সালে জেনেথি মাইকেলস এর সাথে টিমআপ করে শেন ম্যাকম্যান এবং ভিন্স ম্যাকম্যান এর বিপক্ষে ম্যাচ খেলে। কিন্তু জেনেথির চুক্তি শেষ হওয়ার ফলে ডাব্লিউডাব্লিউই ডি-জেনারেশন এক্স পূর্নগঠন করে স্টোরিলাইন সম্পূর্ণ করে।
মার্টি জেনেথি এবং শন মাইকেলস এর প্রথম দেখা এবং বন্ধুত্ব হয় ১৯৮৫ সালে যখন তারা ন্যাশনাল রেসলিং এলায়েন্স এর সেন্ট্রাল স্টেটস রেসলিং এ প্রতিযোগিতা করছিলো। জেনেথি এবং মাইকেলস এর পূর্বের দল ভেঙে যাওয়ায় তারা পরস্পর দল গঠন করে, যদিও তাদের দলটির কোনো নাম ছিল না।[১]
মে ১৫, ১৯৮৫ সালে মাইকেলস এবং জেনেথি দ্য ব্যাটেন টুইন্স (ব্র্যাড এবং বার্ট) কে হারিয়ে এনডাব্লিউএ সেন্ট্রাল স্টেটস ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ জিতে নেয়। তাদের চ্যাম্পিয়নশীপ দৌড় স্বল্প সময়ের জন্য ছিল, কারণ পরের সপ্তাহ মে ২২, ১৯৮৫ সালে আবার দ্য ব্যাটেন টুইন্স চ্যাম্পিয়নশীপ পুনরুদ্ধার করে।[২]
চ্যাম্পিয়নশীপ হারানোর কিছুদিন পরই মাইকেলস এনডাব্লিউএ এবং ক্যানসাস শহর ছেড়ে তার নিজ শহরে চলে যায় এবং টেক্সাস অল স্টার রেসলিং এর জন্য কাজ করা শুরু করে। টিএএসডাব্লিউ'তে মাইকেলস পল ডায়মন্ড এর সাথে দল গঠন করে এর নাম দেয় "আমেরিকান ফোর্স"।[১]
১৯৮৬ এর শুরুর দিকে, মাইকেলস এবং জেনেথি দুইজনই আমেরিকান রেসলিং এসোসিয়েশন (এডাব্লিউএ) তে চুক্তিবদ্ধ হয়। কারণ তাদের কিছু তরুণ রেসলার এর প্রয়োজন ছিল যারা ওইসব কুস্তিগির এর জায়গা নিবে যারা তাদের কোম্পানি ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) এর জন্য ছেড়ে দিয়েছিল।[৩]
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "HBKBOOK" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে