দ্য রেভেন্যান্ট | |
---|---|
পরিচালক | আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
উৎস | মাইকেল পাঙ্ক কর্তৃক দ্য রেভেন্যান্ট |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | এমানুয়েল লুবেজকি |
সম্পাদক | স্টিভেন মিরিয়ন |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৬ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৩৫ মিলিয়ন[২] |
আয় | $৫২৩ মিলিয়ন[৩] |
দ্য রেভেন্যান্ট ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু। মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। ৮৮তম অস্কার আসরে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ সর্বোচ্চ ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য রেভেন্যান্ট’।
একদিকে বন্য হিংস্র প্রাণীর করাল থাবা, অন্যদিকে হাড় কাঁপানো শীত। জীবন বাঁচানোর এক ভয়াবহ সংগ্রাম। এ অবস্থায় প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে সব হারিয়েও নিঃস্ব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প ‘দ্য রেভেন্যান্ট’।