দ্য শাইনিং | |
---|---|
পরিচালক | স্ট্যানলি কুবরিক |
প্রযোজক | স্ট্যানলি কুবরিক |
চিত্রনাট্যকার |
|
উৎস | স্টিভেন কিং কর্তৃক দ্য শাইনিং |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | জন অ্যালকোট |
সম্পাদক | রে লাভজয় |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ওয়ার্নার ব্রস. |
মুক্তি | |
স্থিতিকাল | |
দেশ | |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৯ মিলিয়ন[৬] |
আয় | $৪৪.৪ মিলিয়ন (উত্তর আমেরিকা)[৬] |
দ্য শাইনিং (ইংরেজি: The Shining) স্ট্যানলি কুবরিক পরিচালিত ভৌতিক চলচ্চিত্র যা ১৯৮০ সালে মুক্তি পায়। স্টিফেন কিং এর একই নামের উপন্যাস থেকে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে। চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে স্ট্যানলি কুবরিক ও ডায়ান জনসন।
মুক্তি পাওয়ার পর প্রথম দিকে চলচ্চিত্রটির খুব বেশি প্রশংসা হয়নি। সবাই মোটামুটি বলে মন্তব্য করেছিলেন। বক্স অফিসেও খুব বেশি হিট করেনি। কিন্তু যত দিন যেতে থাকে এর খ্যাতিও তত বাড়তে থাকে। বর্তমানে এই সিনেমাকে ভৌতিক চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করা হয়। উপন্যাসের লেখক স্টিফেন কিং অবশ্য সিনেমা দেখে সন্তুষ্ট হতে পারেননি। তার মতে, সিনেমাটি খারাপ না হলেও এতে তার উপন্যাসের সার্থক রূপায়ণ হয়নি। ১৯৯৭ সালে তিনি তার এই উপন্যাস থেকে হওয়া একটি টিভি মিনি-সিরিজ প্রযোজনা করেন।
সিনেমায় জ্যাক টরেন্স নামক এক লেখকের গল্প বলা হয়েছে। জ্যাক "দি আউটলুক" নামক এক হোটেলের শীতকালীন তত্ত্বাবধায়কের চাকুরি গ্রহণ করে। এই হোটেল আবার শীতের সময় তুষারে আবৃত হয়ে পড়ে, গাড়ি চলাচল অসম্ভব হয়ে উঠে এবং যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। জ্যাক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে হোটেলে চলে আসে। হোটেলের প্রধান রাঁধুনী জ্যাকের ছেলে ড্যানির অস্বাভাবিক মনোবৃত্তিক ক্ষমতা বুঝতে পারে। রাঁধুনির পরিবারে এই ক্ষমতাকে "শাইনিং" নামে ডাকা হয়। এই ক্ষমতার কারণে ড্যানি হোটেলে ভূত-প্রেতের উপস্থিতি টের পায়, ঠিক যেমন রাঁধুনি পেত। অবশেষে তুষারপাত শুরু হয়। হোটেলে জ্যাক ও তার পরিবার ছাড়া আর কেউ থাকে না। এই পরিস্থিতিতে জ্যাক ভূতের প্রভাবে মানসিক বিকৃতির স্বীকার হয় এবং তার স্ত্রী ও সন্তানকে হত্যার চেষ্টা করে।
পুরস্কার | বিষয় | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
রাজি পুরস্কার | নিকৃষ্ট অভিনেত্রী | শেলি ডুভ্যাল | মনোনীত |
নিকৃষ্ট পরিচালক | স্ট্যানলি কুবরিক | ||
স্যাটার্ন পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | ||
শ্রেষ্ঠ সহভিনেতা | স্ক্যাটম্যান ক্রোদার্স | বিজয়ী | |
শ্রেষ্ঠ ভৌতিক চলচ্চিত্র | মনোনীত | ||
শ্রেষ্ঠ সঙ্গীত | ওয়েন্ডি কার্লোস | ||
রেচেল এলকান্ড |