দ্য হবিট

দ্য হবিট
১৯৩৭ সালের প্রথম সংস্করণ এর প্রচ্ছদ, টলকিন এর আঁকা
লেখকজে. আর. আর. টলকিন
অঙ্কনশিল্পীজে. আর. আর. টলকিন
প্রচ্ছদ শিল্পীজে. আর. আর. টলকিন
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
ধরনশিশু সাহিত্য
কল্পকাহিনীর উপন্যাস
প্রকাশকআলেন এন্ড আনউইন (যুক্তরাজ্য)
প্রকাশনার তারিখ
২১ সেপ্টেম্বর ১৯৩৭
মিডিয়া ধরনমুদ্রণ
পৃষ্ঠাসংখ্যা৩১০ পৃ: (প্রথম সংস্করণ)
পরবর্তী বইদ্য লর্ড অফ দ্য রিংস 

দ্য হবিট (ইংরেজি: The Hobbit), জে. আর. আর. টলকিন এর শিশু সাহিত্য এবং কল্পকাহিনীর উপন্যাস।এটি ২১ সেপ্টেম্বর ১৯৩৭ সালে প্রকাশিত ,যা সমালোচকদের প্রশংসা লাভ কর, কার্নেগী পদক জন্য মনোনীত হয় এবং শ্রেষ্ঠ কিশোরী কথাসাহিত্য জন্য নিউ ইয়র্ক হেরাল্ড ট্রিবিউন পুরস্কার লাভ করে।বইটি এখনও জনপ্রিয় এবং শিশু সাহিত্যে একটি ক্লাসিক বই হিসাবে স্বীকৃত।আজ অবধি সারা পৃথিবীতে ৫০ টিরও বেশি ভাষায় বইটি অনূদিত হয়েছে।

বাংলা ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয় ২০১৫ সালে। অনুবাদ করেছেন মহিউল ইসলাম মিঠু।

কাহিনী সংক্ষেপ

[সম্পাদনা]

একজন হবিট শান্তি প্রিয় জীবনে ভালো আছে,হঠাৎ আগমন ঘটে একজন যাদুকর এর যাকে আমরা এই বইয়ে দেখি গ্যান্ডালফ হিসেবে যে হবিট কে রাজি করায় অ্যাডভেঞ্চার করাতে তাদের সাথে আছে অদ্ভুত আরও ১২ জন বামন। যারা যুদ্ধে উস্তাদ আর একান্ত ই পর্বতের রাজা থরিনের প্রিয় দল।এই ১৪ জনের দল বের হচ্ছে থরিনের রাজ্য ফিরে পাবার জন্য,আর সেখানেই অপেক্ষা করছে এই ১৪ জনের জন্য ভয়াংকর সব যুদ্ধ আর দৈত্য দানব। পথি মধ্যে আছে বিশাল আকাড় মার্কশা, আছে গবলিন এবং অদ্ভুত যত ভয়ংকর প্রাণীদের সাথে যুদ্ধ। বন্ধু হিসেবে আসে মহাঈগল, ভাল্লুক রূপে এক বেয়র্ন। তার পর শুরু হয় ড্রাগনের সাথে যুদ্ধ।

তথ্যসূত্র

[সম্পাদনা]