দ্যা ব্রিটিশ স্কুল, আলেক্সান্দ্রিয়া (আরবি: المدرسة البريطانية بالاسكندرية) হল একটি ব্রিটিশ আন্তর্জাতিক স্কুল যেটি মিশরের আলেক্সান্দ্রিয়ায় অবস্থিত।[১][২] এখানে পড়ুয়া শিক্ষার্থীদের বয়স ৩-১৮ বছর।[১]
১৯৮৪ সালে, এটি ব্রিটিশ বাণিজ্য দূতের দফতরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে এটি আরো পাঁচটি জায়গা জুড়ে এর কার্যক্রম শুরু করে।[১]
২০১৫ সাল পর্যন্ত, এই প্রতিষ্ঠানে ২৩ টি দেশের ৪৩৩ জন ছাত্রছাত্রী পড়েছে।[১]