ধড়ক | |
---|---|
পরিচালক | শশাঙ্ক খাইতান |
প্রযোজক |
|
রচয়িতা | শশাঙ্ক খাইতান |
চিত্রনাট্যকার | শশাঙ্ক খাইতান |
কাহিনিকার | নাগরাজ মানজুল |
উৎস | নাগরাজ মানজুল কর্তৃক সৈরাট |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | (গান) অজয়-অতুল (সঙ্গীতের স্বরগ্রাম) জন স্টুয়ার্ট ইডুরি |
চিত্রগ্রাহক | বিষ্ণু রাও |
সম্পাদক | মনীষা আর. বলদেব |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | জি স্টুডিও |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৪১ কোটি[১] |
আয় | ₹৯৪.৪ কোটি[২] |
ধড়ক (অনুবাদ: হৃৎস্পন্দন; হিন্দি উচ্চারণ: [d̪əʱɽək]) একটি ২০১৮ সালের হিন্দি ভাষার দুঃখজনক প্রেমের ভারতীয় চলচ্চিত্র। ছবিটির পরিচালক হলেন শশাঙ্ক খাইতান এবং ধর্ম প্রোডাকশন্স ও জি স্টুডিও প্রযোজিত ছবিটির মুখ্য চরিত্রে জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টর অভিনয় করেছেন। এই ছবিটি ২০১৬ সালের মারাঠি ভাষার চলচ্চিত্র সৈরাটের একটি পুনঃনির্মান। [৩][৪] ধড়ক, যা মূলত ৬ জুলাই ২০১৮ সালে মুক্তি নির্ধারিত ছিল,[৫] পরে তা স্থগিত হয় এবং ছবিটির বিশ্বব্যাপী মুক্তি ঘটে ২০ জুলাই ২০১৮ সালে। [৬] ধড়ক সমালোচকদের কাছ থেকে নেতিবাচক সমালোচনা পায়। [৭] ছবি থেকে বর্ণ বৈষম্যমূলক চিত্রনাট্য মুছে ফেলে দেওয়ার জন্য এবং সাইরাতের একটি দুর্বল পুনঃনির্মান হওয়ার জন্য এটি সমালোচিত হয়েছিল। [৮]
চলচ্চিত্রটি ঘোষণা করা হয়, যখন চলচ্চিত্রের প্রযোজক করন জোহর ১৫ নভেম্বর ২০১৭ সালে এই ছবিটির তিনটি পোস্টার উন্মোচন করেন। পরবর্তী দিনে তিনি আরেকটি পোস্টার প্রকাশ করেন। [১০] ২০১৭ সালের ১ ডিসেম্বর উদয়পুরের প্রধান ফটোগ্রাফি শুরু হয়। [১১] ২০১৮ সালের ১১ জুন চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি পায়। [১২]
সৈরাট (২০১৭)
মারাঠি |
মানসু মল্লগেই (২০১৭)
কন্নড় |
চান্না মেরিয়া (২০১৭)
পাঞ্জাবী |
লায়লা ও লায়লা (২০১৮)
ওড়িয়া[তথ্যসূত্র প্রয়োজন] |
নূরজাহান (২০১৮)
বাংলা[তথ্যসূত্র প্রয়োজন] |
ধড়ক (২০১৮)
হিন্দি |
---|---|---|---|---|---|
রিংকু রাজগুরু | রিংকু রাজগুরু | পায়েল রাজপুত | সুনিমায়া নাগেশ | পূজা চেরি | জাহ্নবী কাপুর |
আকাশ থোসার | নিশান্ত | নিনজা | স্বরাজ বারিক | অদ্রিত রায় | ঈশান খাট্টর |
২২ নভেম্বর, ২০২৪-এ চলচ্চিত্রটির একটি সিক্যুয়েল মুক্তি পাবে ধড়ক ২ শিরোনামে।