ধরমপুর রাজ্য ધરમપુર | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১২৬২–১৯৪৮ | |||||||
বাঁশদা এবং ধরমপুর রাজ্য, ১৮৯৬ | |||||||
রাজধানী | ধরমপুর | ||||||
আয়তন | |||||||
• ১৮৯২ | ১,৮২৩ বর্গকিলোমিটার (৭০৪ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৮৯২ | ১,০২,০০০ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১২৬২ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
ভারতের রাজপুত প্রদেশ - ধরমপুর দেশীয় রাজ্য |
ধরমপুর রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি ৯ টি তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির সুরাট এজেন্সির রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] এটি ১৯৩৩ খ্রিস্টাব্দে বরোদা এবং গুজরাত রাজ্য এজেন্সি ও আরো পরে ১৯৪৪ খ্রিস্টাব্দে বরোদা, পশ্চিম ভারত ও গুজরাত রাজ্য এজেন্সির অংশীভূত করা হয়৷[২] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর ধরমপুর রাজ্যের শাসক ভারতীয় অধিরাজ্যে যোগদানের ইচ্ছা প্রকাশ করে একীভূতকরণের দলিল স্বাক্ষর করলে ১৯৪৮ খ্রিস্টাব্দের ১০ই জুন তারিখে রাজ্যটিকে ভারতের বম্বে রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়৷[৩]
১৮২৩ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ধরমপুর রাজ্য ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সিতে অবস্থিত ছিলো৷[৪][৫]
১২৬২ খ্রিস্টাব্দে ধরমপুর রাজ্য প্রতিষ্ঠিত হয়৷ ১৭৬৬ খ্রিস্টাব্দে রাজ্যে রাজধানী প্রথমবার বদল করে মান্দবেগণে নিয়ে যাওয়া হয়, যা পরে ধরমপুর নামে পরিচিত হয়৷ ১৮০২ খ্রিস্টাব্দে ৩১শে ডিসেম্বর এটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷ শাসকগণ ছিলেন সিসোধ্যিয়া রাজবংশের রাজপুত৷
ধরমপুর দেশীয় রাজ্যের শাসকগণ রাণা মহারাণা সাহেব উপাধিতে ভূষিত হতেন৷[৬]