ধর্মগুপ্তক

মধ্য এশিয়ার বৌদ্ধ সন্ন্যাসী চীনা সন্ন্যাসীকে শিক্ষা দিচ্ছেন। বেজেক্লিক গুহা, নবম-দশম শতাব্দী; যদিও  আলবার্ট বেন লে কোক (১৯১৩) নীল-চোখলাল কেশিক সন্ন্যাসীকে টোকারীয় হিসেবে অনুমান করেছিলেন,[] আধুনিক পণ্ডিত একই গুহা মন্দিরের (নং ৯) অনুরূপ ককেশীয় মূর্তিকে সোগদীয় হিসেবে চিহ্নিত করেছে,[] পূর্ব ইরানী জনগণ যারা তুরফনকে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বাস করত তাং চীনা (৭ম-৮ম শতাব্দী) এবং উইঘুর শাসনের (৯ম-১৩শ শতাব্দী) পর্যায়গুলিতে।[]

ধর্মগুপ্তক (সংস্কৃত: धर्मगुप्तक) হলো উৎসের উপর নির্ভর করে আঠারো বা বিশটি আদি বৌদ্ধ সম্প্রদায়ের একটি। এটি মহিষাসক নামক অন্য সম্প্রদায় থেকে উদ্ভূত বলে কথিত আছে।

ধর্মগুপ্তকদের আদি মধ্যএশীয়চীনা বৌদ্ধধর্মে বিশিষ্ট ভূমিকা ছিল এবং তাদের প্রাতিমোক্ষ আজও পূর্ব এশিয়ার দেশগুলিতে কার্যকর রয়েছে, যার মধ্যে রয়েছে চীন, ভিয়েতনাম, কোরিয়া, জাপান এবং ফিলিপাইন। এটি মূলসর্বাস্তিবাদথেরবাদের সাথে তিনটি টিকে থাকা বিনয় বংশের একটি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. von Le Coq, Albert. (1913). Chotscho: Facsimile-Wiedergaben der Wichtigeren Funde der Ersten Königlich Preussischen Expedition nach Turfan in Ost-Turkistan. Berlin: Dietrich Reimer (Ernst Vohsen), im Auftrage der Gernalverwaltung der Königlichen Museen aus Mitteln des Baessler-Institutes, Tafel 19. (Accessed 3 September 2016).
  2. Gasparini, Mariachiara. "A Mathematic Expression of Art: Sino-Iranian and Uighur Textile Interactions and the Turfan Textile Collection in Berlin", in Rudolf G. Wagner and Monica Juneja (eds), Transcultural Studies, Ruprecht-Karls Universität Heidelberg, No 1 (2014), pp 134-163. আইএসএসএন 2191-6411. See also endnote #32. (Accessed 3 September 2016.)
  3. Hansen, Valerie (2012), The Silk Road: A New History, Oxford University Press, p. 98, আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৯৩৯২১-৩.

বহিঃসংযোগ

[সম্পাদনা]