ধর্ষণ বিরোধী যন্ত্র

পেটেন্ট অঙ্কন জেডএ২০০৭০২৯৫২ "ধর্ষণের শিকারকে রক্ষাকারী এবং ধর্ষক শনাক্তকারী"

ধর্ষণ বিরোধী যন্ত্র হল ধর্ষণ প্রতিরোধ বা প্রতিরোধের উদ্দেশ্যে উদ্ভাবিত বিভিন্ন ডিভাইসের মধ্যে একটি। প্রথম এই ধরনের ডিভাইস ছিল ১৫ শতকের সতীত্ব বেল্ট। যদিও বেশ কয়েকটি ডিভাইস প্রস্তাব করা হয়েছে, তবে তাদের কোনোটিই ২০১৭-এর হিসাব অনুযায়ী বাণিজ্যিক উৎপাদনে নেই .

পরিসংখ্যান

[সম্পাদনা]

সবচেয়ে সুপরিচিত কিছু ধর্ষণ বিরোধী ডিভাইস দক্ষিণ আফ্রিকায় প্রস্তাব করা হয়েছিল, একটি দেশ যেখানে ধর্ষণের ঘটনা বেশি [] এবং সফল দোষী সাব্যস্ত হওয়ার হার কম। [] দক্ষিণ আফ্রিকার সক্রিয়কর্মীরা যুক্তি দেখান যে আইনি ব্যবস্থা নারীর বিরুদ্ধে ধর্ষণ এবং অন্যান্য সহিংস কাজ প্রতিরোধ বা কমাতে কার্যকর হয়নি।

২০০১ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুসারে, বিশ্বব্যাপী ২০% নারী তাদের জীবনে অন্তত একবার ধর্ষণের শিকার হয়েছেন বা ধর্ষণের চেষ্টা করেছেন। [] সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ২০১১ সালের একটি রিপোর্টের পরিসংখ্যান অনুসারে, আমেরিকায় প্রতি পাঁচজনের মধ্যে একজন নারী যৌন নিপীড়নের শিকার। এই শিকারদের মধ্যে ৪০% এরও বেশি শিশু, তারা জানায় যে তারা ১৮ বছর বয়সের আগে প্রথম ধর্ষিত হয়েছিলেন। [] 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rape in South Africa: why the system is failing women"The Conversation। ফেব্রুয়ারি ১৮, ২০১৬। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৬ 
  2. Langa-Mlambo, Lerato (জুলাই ২২, ২০১২)। "Violence Against Women In South Africa"। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৬ 
  3. Fayard, Nicole (এপ্রিল ১, ২০১১)। "Moi Quand On Dit Qu'une Femme Ment, Eh Bien, Elle Ment'1: The Administration Of Rape In Twenty-First Century France And England & Wales."। ডিওআই:10.3167/fpcs.2011.290104 
  4. Wagner, Ann (মার্চ ২, ২০১৬)। "Congresswoman: Rape victims must finally get equal justice"CNN। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]