ধাত-বাদান বা ধাত-হামি (বাংলা: "বুনো ছাগলের নারী" ও "অভয়ারণ্যের নারী Sanctuary)[১] ছিলেন একজন আরব হিমিয়ার দেবী।
ধাত-বাদান ছিলেন মরুদ্যানের এক প্রকৃতি দেবী। প্রাচীন ইয়েমেন ও ইথিওপিয়ার সর্বত্র গাছ দ্বারা বৃত্তাকারে বেষ্টিত জলকুণ্ডে তাকে পূজা করা হত।