ধার জেলা | |
---|---|
মধ্যপ্রদেশের জেলা | |
দেশ | ভারত |
রাজ্য | মধ্যপ্রদেশ |
বিভাগ | ইন্দোর |
সদর দপ্তর | ধার |
সরকার | |
আয়তন | |
• মোট | ৮,১৫৩ বর্গকিমি (৩,১৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,৮৫,৭৯৩ |
• জনঘনত্ব | ২৭০/বর্গকিমি (৬৯০/বর্গমাইল) |
জনসংখ্যার উপাত্ত | |
• সাক্ষরতা | ৬০.৫৭% |
• লিঙ্গানুপাত | ৯৬১ |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
ওয়েবসাইট | http://dhar.mp.gov.in/ জেলা প্রশাসন |
ধার জেলা হল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলা। ধার শহরটির জেলা সদর। জেলাটি ইন্দোরের বিভাগের অন্তর্গত।
বিন্ধ্য রেঞ্জ জেলার মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমে চলে। জেলার উত্তরাংশ মালওয়া মালভূমিতে অবস্থিত। জেলার উত্তর-পশ্চিম অংশটি মাহি নদী এবং এর উপনদীগুলির জলাশয়ে অবস্থিত, যখন জেলার উত্তর-পূর্ব অংশ চম্বল নদীর জলাশয়ে অবস্থিত , যা যমুনা নদীর মাধ্যমে গঙ্গায় প্রবাহিত হয় । বিন্ধ্য পর্বতশৃঙ্গের দক্ষিণে জেলার অংশটি নর্মদা নদীর জলাশয়ে অবস্থিত , যা জেলার দক্ষিণ সীমানা তৈরি করে।
আয়তন ৮,১৫৩ বর্গ কিলোমিটার।
ধর জেলাটি 5টি মহকুমায় বিভক্ত: ধর , সর্দারপুর , বদনাওয়ার , মানাওয়ার এবং কুক্ষি । এই মহকুমাগুলিকে আরও 7টি তহসিলে বিভক্ত করা হয়েছে: ধর, বদনাওয়ার, ধরমপুরী, সর্দারপুর, মানাওয়ার, কুক্ষি এবং গান্ধওয়ানি।
এই জেলায় সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে: সর্দারপুর , গান্ধওয়ানি , কুক্ষি , মানাওয়ার , ধরমপুরী , ধর এবং বদনাওয়ার । এই সবগুলি এই জেলার একমাত্র লোকসভা কেন্দ্রের অংশ: ধর লোকসভা কেন্দ্র ।
জেলার আম্বেদকরনগর এর বিধায়ক উষা ঠাকুর বর্তমানে রাজ্য সরকারের পর্যটন মন্ত্রী। কুক্ষী-র বিধায়ক সুরেন্দ্র সিং বাঘেল রাজ্য সরকারের প্রাক্তন পর্যটন মন্ত্রী।
২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে ধার জেলা মোট জনসংখ্যা ছিল ২,১৮৫,৭৯৩ জন .
এখানে রেলপথ স্থাপনা চলছে। ইন্দোর জংশন থেকে দাহোদ পর্যন্ত রেলপথটি ধর অতিক্রম করে নির্মিত হচ্ছে।
সড়কপথে রাজ্যের অন্যান্য অংশের সাথে যুক্ত। কালাঘাটের কাছে নর্মদার ওপর সেতু রয়েছে যা মহারাষ্ট্রের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। [১]