ধুলকাপাস (বৈজ্ঞানিক নাম: Appias libythea (Fabricius))[১] এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি যার শরীর ও ডানা ধুলোটে সাদা বা হালকা হলুদ রঙের। এরা ‘পিয়েরিডি’ পরিবারের এবং 'পিয়েরিনি' উপগোত্রের সদস্য।
সাধারণত এই জাতীয় প্রজাপতিটি শ্রীলঙ্কা, সমগ্র ভারত, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিস্তীর্ন অঞ্চলে দেখা যায়। এদের সাধারণত শুষ্ক পর্ণমোচী অরণ্যে এবং অনুচ্চ ঝোপ জঙ্গলে দেখতে পাওয়া যায়।[৩]
ধুলকাপাসের ডিমের মাথার দিকটি মিহি চালের মতো সরু এবং লম্বাটে ধরনের হয়। ডিমের গায়ে লম্বালম্বি শির লক্ষ্য করা যায়। ডিমগুলি কমলা বর্ণের হয়। এরা পাতার ওপর-পিঠে ডিম পাড়ে এবং একই গাছে অনেকগুলো ডিম পাড়ে।
শূককীটগুলো হলুদ বর্ণের হয় এবং গায়ে রোঁয়া দেখা যায়। দিন ছয়েক বাদে এদের রঙ সবুজ বর্ণের হয়। সবুজের ওপর লালচে খয়েরি রঙের ছিট দেখা যায়। এরা পাতার মাঝামাঝি বিশ্রামরত অবস্থায় থাকে। এই শূককীট নীল হুড়হুড়ে (Cleome rutidosperma) এবং লাল শিমুল (Bombax ceiba) এছাড়াCapparaceae ও তাদের সমগোত্রীয় কিছু গাছের পাতার রসালো অংশ আহার করে।