ধৃতিমান চট্টোপাধ্যায়

ধৃতিমান চট্টোপাধ্যায়
সুন্দর চট্টোপাধ্যায়
"Chai n Chat" session-A section for the first time @ IFFI. A Platform to meet & discuss the world of cinema with the eminent film personalities with Kabir Bedi, Dhritiman Chatterjee, Vinay Pathak and Nirupama Kotru.jpg
২০১২ খ্রিস্টাব্দে ভারতের ৪৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধৃতিমান চট্টোপাধ্যায়
জন্ম (1945-05-30) ৩০ মে ১৯৪৫ (বয়স ৭৯)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনসেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল
প্রেসিডেন্সি কলেজ
দিল্লি স্কুল অফ ইকোনমিক্স
পেশাচলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, বাচিক শিল্পী
দাম্পত্য সঙ্গীআন্নালক্ষ্মী

ধৃতিমান চট্টোপাধ্যায় ( জন্ম- ৩০ মে ১৯৪৫) হলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। সত্যজিৎ রায়, মৃণাল সেন অপর্ণা সেনের মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকদের ছবিতে অসামান্য অভিনয় দক্ষতার গুণে যারা জনপ্রিয়তা লাভ করেন তাদের অন্যতম হলেন তিনি। [] নিজস্বতায় তিনি বাঙালি বুদ্ধিজীবীদের কাছে প্রিয় অভিনেতা।[] তিনি দীপা মেহতা এবং জেন ক্যাম্পিয়নের মতো সুপরিচিত চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গেও ইংরেজি চলচ্চিত্রে কাজ করেছেন।

জন্ম ও প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ধৃতিমান চট্টোপাধ্যায়ের আসল নাম সুন্দর চট্টোপাধ্যায়। তার জন্ম ১৯৪৫ খ্রিস্টাব্দের ৩০ মে কলকাতায়। তার পিতামাতা দুজনেই ছিলেন ফিল্ম সোসাইটির সদস্য। কলকাতার মধ্যবিত্ত শিক্ষিত সমাজে সাহিত্যের সঙ্গে সিনেমার সম্পর্ক ছিল এবং সেই পরিবেশেই তিনি বেড়ে উঠেছেন। তার পড়াশোনা কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, প্রেসিডেন্সি কলেজ এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে। দিল্লিতে পড়ার সময়ে তিনি থিয়েটারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।

কর্মজীবন

[সম্পাদনা]

প্রথমদিকে কিছুদিন ধৃতিমান আকাশবাণী কলকাতা কেন্দ্রের খণ্ডকালীন ঘোষকের কাজ করেন। তারপর তিনি মুম্বাই-এর এক বিজ্ঞাপন সংস্থা- হিন্দুস্থান-থমসনে কাজ নেন এবং নিজের সৃজনশীল দক্ষতার গুণে 'ক্রিয়েটিভ ডাইরেক্টর' পদে উন্নীত হন।[] কিন্তু পরবর্তীকালে চলে আসেন চলচ্চিত্র জগতে। ১৯৭০ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছায়াছবিতে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়ে অভিনয় জীবন শুরু করেন। মৃণাল সেন পদাতিক সিনেমার পরিকল্পনা হাতে নেবার পর মূল চরিত্রে ধৃতিমানকে বেছে নিয়ে ছিলেন। সহপাঠী অপর্ণা সেনের সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল। তার পরিচালিত প্রথম সিনেমা ‘৩৬ চৌরঙ্গি লেন’-এও ধৃতিমান অভিনয় করেন। অভিনয়ে অসামান্য পারদর্শিতায় দক্ষ অভিনেতার তকমা নিয়ে বাংলা থেকে শুরু করে হিন্দি, ইংরেজি, সিংহলি ভাষাতেও সমান্তরাল ধারাতে কাজ করছেন। বহুমাত্রিকতাই হল ধৃতিমানের পছন্দ ও স্বভাব। সেকারণে বলিউডের ব্ল্যাক, কাহানি’, ‘এজেন্ট বিনোদ’, ‘পিংক সহ কয়েকটি সিনেমায় কাজ করলেও তিনি বলিউডের মূলধারার মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি। তবে তিনি জেন ক্যাম্পিয়ন, মুম্বাইয়ের অত্যন্ত সফল পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং মণি রত্নম প্রমুখ চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। [] ধৃতিমান ভারতে বেশ কয়েকটি অভিনয় পুরস্কার পেয়েছেন এবং ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিতে রয়েছেন।

ধৃতিমান একজন দক্ষ মঞ্চাভিনেতা হিসাবে চেন্নাইয়ের ইংরাজী নাটকে অংশ নেন এবং তাকে প্রায়শই কলকাতার স্থানীয় বাংলা নাটক ও টিভিতে অংশ নেন। কলকাতার এক টিভিতে "প্রধানমন্ত্রী" নামের 'টিভি-শো' অনুষ্ঠান সঞ্চালনে আমন্ত্রিত হন।[]

অন্ধ চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়ের জীবনকাহিনী অবলম্বনে নির্মিত চিত্রকর ছবিতে শিল্পের আধুনিকতা ও প্রাচীনত্বের মধ্যে উঠে আসা দ্বন্দ্বকে তিনিই প্রথম অভিনয়ে উপস্থাপন করেন। ২০১৯ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের 'প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো' ছবিতে প্রফেসর শঙ্কুর ভূমিকাতেও অভিনয় করেছেন। এই বছরেই তিনি কলকাতায় কিংবদন্তি গায়ক-গীতিকার বব ডিলানের উপর নির্মিত তথ্যচিত্র ইফ নট ফর ইউ -এর বর্ণনা দিতে নেপথ্যে কণ্ঠ দেন।

ধৃতিমান চলচ্চিত্রে তার পঞ্চাশ বৎসরের দীর্ঘ অভিনয় জীবনে যে পাঁচটি সিনেমার কথা প্রায়শই উল্লেখ করেন সেগুলি হল- 'প্রতিদ্বন্দ্বী', 'আকালের সন্ধানে', 'শূন্য থেকে শুরু', 'চিত্রকর' এবং '৩৬ চৌরঙ্গি লেন'। []

মাতৃভাষার টানে এক হিতৈষী হিসাবে তিনি ইউনিসেপের এক প্রকল্পে বাংলাদেশে পরামর্শক হিসাবে কাজ করেন। ধৃতিমান অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং বর্তমানে তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্যতম জুরি॥[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

ছায়াছবি

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৭০ প্রতিদ্বন্দী সিদ্ধার্থ চৌধুরী - ওরফে

সিদ্ধার্থ অ্যান্ড দ্য সিটি- ওরফে প্রতিপক্ষ

১৯৭২ চড়ুইভাতি
১৯৭৩ পদাতিক রাজনৈতিক কর্মী- ওরফে গেরিলা ফাইটার
১৯৭৪ যদু বংশ
১৯৮০ আকালের সন্ধ্যানে ওরফে আকালের সন্ধ্যায়- ওরফে দুর্ভিক্ষের সন্ধানে
১৯৮১ ৩৬ চৌরঙ্গী লেন সমরেশ মৈত্র
১৯৮৯ গণশত্রু নিশ্রিত গুপ্ত - ওরফে জনগণের শত্রু (ইউকে)
১৯৯১ আগন্তুক পৃথ্বীশ সেন গুপ্ত - ওরফে অপরিচিত - ওরফে

দ্য ভিজিটর (আন্তর্জাতিক: ইংরেজি শিরোনাম) - ওরফে দর্শনার্থী, লে (ফ্রান্স)

১৯৯৩ শূন্য থেকে শুরু অধ্যাপক ভীষ্মদেব শর্মা- ওরফে এ রিটার্ন টু জিরো (ভারত: ইংরেজি শিরোনাম)
১৯৯৭ কাহিনী
২০০৫ ১৫ পার্ক এভিনিউ কুনাল বড়ুয়া মনোরোগ বিশেষজ্ঞ ডা
২০০৮ চতুরঙ্গ চাচা
২০০৯ জয় মিথ্যা ভেঙ্কট
হিট তালিকা
২০১০ একতি তারার খঞ্জে জমিদার চাচা
গোরোস্থানে সাবধান মহাদেব চৌধুরী
২০১১ নৌকাডুবি হেমনলনির বাবা
২০১২ মায়া বাজার
২০১৪ এক ফালি রোধ ডঃ সোমশঙ্কর রায়
২০১৫ নকশাল সিদ্ধার্থ চৌধুরী
আগন্তুকের পোর পৃথ্বীশ সেন গুপ্ত
শাজারুর কান্তা ব্যোমকেশ বক্সী
২০১৬ ডাবল ফেলুদা নীহার দত্ত ডা
২০১৯ প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো অধ্যাপক শঙ্কু []

হিন্দি

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
২০০৫ কালো পল ম্যাকনালি
২০০৭ গুরু ঠিকাদার সাহাব
২০০৯ 13 বি মিঃ থ্যাগরাজন/মিঃ কামধর ইয়াভারুম নালাম
এক: একজনের শক্তি ডিআইজি শেরগিল
২০১২ কাহানি ভাস্করন কে, ডিরেক্টর ইন্টেলিজেন্স ব্যুরো
২০১২ এজেন্ট বিনোদ স্যার জগদীশ্বর মেটলা
২০১৪ লাথি রাজ ভাই
২০১৫ বিয়ের পুল্লভ সিদ কাপুর
২০১৬ গোলাপী বিচারক সত্যজিৎ দত্ত
চৌরাঙ্গা পণ্ডিত
সনম তেরি কসম সঞ্জয় পণ্ডিত
২০১৭ পূর্ণা: সাহসের কোনো সীমা নেই আলেকজান্ডার
২০২১ চেহরে বিচারপতি জগদীশ আচার্য

ইংরেজি

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৯৯ হোলি স্মোক চিদাত্মা বাবা- ওরফে হোলি স্মোক! (মার্কিন যুক্তরাষ্ট্র: ভিডিও বক্স শিরোনাম)
২০০০ পারফিউমড গার্ডেন ঋষি বৈষ্যজ্যনা - ওরফে কাম সূত্রের গল্প (মার্কিন যুক্তরাষ্ট্র: ভিডিও শিরোনাম)
২০১৩ কার্নিভাল মাষ্টার
২০১৫ দ্য ম্যান হু নো ইনফিনিটি নারায়ণ আইয়ার
ইফ নট ফর ইউ

সিংহল

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
2016 তার কাঁদতে দিন প্রফেসর

মালয়ালম

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
২০১৩ নীলাকাশম পচাকদল চুভান্না ভূমি বীরমালদা (গ্রাম প্রধান, গৌরীর বাবা)
২০১৮ ক্যাপ্টেন (2018 ফিল্ম) মিঃ সিনহা

ওয়েব সিরিজ

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা ভাষা অন্তর্জাল মন্তব্য
২০২০ নিষিদ্ধ প্রেম ডঃ হ্যারল্ড ফার্নান্দেজ হিন্দি ZEE5
২০২০ ফেলুদা ফেরত মহেশ চৌধুরী বাংলা যোগ সময়

আরো দেখুন

[সম্পাদনা]
  • বরুন চন্দ
  • প্রধানমন্ত্রী (টিভি সিরিজ)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Dhritiman Chatterjee: I never wanted to be an actor"। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "নিজস্বতা, দক্ষিণপন্থী তরঙ্গ এবং ধৃতিমান"। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩০ 
  3. "Dhitiman Chatterjee Age, Wife, Biography, Facts & More"। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩০ 
  4. "Dhritiman Chatterjee - Movies, Biography,  News, Age & Photos"। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩১ 
  5. "Dhritiman Chatterjee to play Professor Shonku, a Satyajit Ray hero"। ৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।