কাজী ধোকল সিংহ বস্ন্যাত | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
মাতা | সুরপ্রভা থাপা |
পিতা | শিবরাম সিংহ বস্ন্যাত |
সামরিক পরিষেবা | |
যুদ্ধ | নেপালের একীভূতকরণ |
ধোকল সিংহ বস্ন্যাত (বা ধৌকল) বর্তমান ভারতের উত্তরাখণ্ডের কুমাউঁ ও গাড়য়োল বিভাগের রাষ্ট্র গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জেনারেল অফিসার [১] শিবরাম সিংহ বস্ন্যাতের কনিষ্ঠ পুত্র এবং নারায়ণহিতি প্রাসাদের প্রথম মালিক ছিলেন।[২]