এই নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনও কম্পিউটার কর্তৃক অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক কর্তৃক অনূদিত হয়ে থাকতে পারে। |
ধ্রুবজ্যোতি বরা | |
---|---|
জন্ম | ১৯৫৫ চন অসম |
পেশা | সাহিত্যিক |
ভাষা | অসমীয়া |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
উল্লেখযোগ্য রচনাবলি | কথা রত্নাকর |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্য অকাদেমি পুরস্কার, ২০০৯[১] |
ধ্রুবজ্যোতি বরা (ইংরেজি: Dr. Dhrubajyoti Borah; অসমীয়া: ধ্রুৱজ্যোতি বরা) অসমের একজন ঔপন্যাসিক, প্রবন্ধকার। আবার পেশাগত জীবনে তিনি চিকিৎসক ছিলেন।[২] তার সৃষ্টি বহু সাহিত্য শিল্প-সাহিত্য অঙ্গণে অনেক প্রশংসিত হয়েছে।
ধ্রুবজ্যোতি বরা বর্তমান যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। সাহিত্যে রয়েছে তার অসামান্য অবদান।
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)