নওগাঁ Naogaon | |
---|---|
পৌর শহর | |
ডাকনাম: Naogaon | |
বাংলাদেশে নওগাঁর অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′ উত্তর ৮৮°৫৬′ পূর্ব / ২৪.৮০০° উত্তর ৮৮.৯৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
পৌরসভার মর্যাদা প্রদান | ৭ ডিসেম্বর ১৯৬৩ |
সরকার | |
• ধরন | পৌর সরকার |
• শাসক | নওগাঁ পৌরসভা |
• পৌর মেয়র | নজমুল হক সনি |
আয়তন | |
• মোট | ১৪.৮১ বর্গমাইল (৩৮.৩৬ বর্গকিমি) |
উচ্চতা | ৬৬ ফুট (২০ মিটার) |
জনসংখ্যা | |
• মোট | ১,৫০,০২৫[১] |
• জনঘনত্ব | ১০,১৩০/বর্গমাইল (৩,৯১১/বর্গকিমি) |
• আঞ্চলিক পরিসংখ্যান | [১] |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
পোস্টাল কোড | ৬৫০০ |
কলিং কোড | ০৭৪১ |
নওগাঁ বাংলাদেশের উত্তঞ্চলের একটি শহর। এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্তর্গত, যা ছোট যমুনা নদীর তীরে অবস্থিত। এটি নওগাঁ জেলা ও নওগাঁ সদর উপজেলার প্রশাসনিক সদরদপ্তর এবং বাণিজ্যিক প্রাণকেন্দ্র। নওগাঁ শহরের আয়তন প্রায় ৩৭.০৮ বর্গকিলোমিটার (১৪.৩২ মা২) এবং জনসংখ্যা ১৫০,৫৪৯ জন, যা এটিকে বাংলাদেশের ২৯তম বৃহৎ শহরের মর্যাদা দিয়েছে।[২]