নওয়েলিন | |
---|---|
গ্রাম | |
স্থানাঙ্ক: ৫৩°৬′ উত্তর ১৪°৫৩′ পূর্ব / ৫৩.১০০° উত্তর ১৪.৮৮৩° পূর্ব | |
দেশ | ![]() |
ভয়েভডশিপ | ওয়েস্ট পোমেরানিয়ান |
কাউন্টি | পাইরজিস |
জিমিনা | পাইরজিস |
জনসংখ্যা | ৪৮১ |
নওয়েলিন [nɔˈvjɛlin] উত্তর-পশ্চিম পোল্যান্ডের পাইরজিস কাউন্টি, পশ্চিম পোমেরিয়ান ভয়েভডশিপ এর মধ্যে জিমিনা পাইরজিস এর প্রশাসনিক জেলার একটি গ্রাম।[১] এটি পাইরজিস-র ৪ কিলোমিটার (২ মাইল) দক্ষিণে এবং আঞ্চলিক রাজধানী সেজেসিন-র ৪১ কিমি (২৫ মা) দক্ষিণ-পূর্বে।
এই অঞ্চলের ইতিহাসের জন্য, পোমেরেনিয়ার ইতিহাস দেখুন। গ্রামের জনসংখ্যা হল ৪৮১ জন।