নওলি নদী

নাওলি ( চীনা: 挠力河) চীনের একটি নদী। নদীটি ৫৯৬-কিলোমিটার (৩৭০ মা) দীর্ঘ। নদীটি উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটি বাওকিং শহরের পূর্বদিকে প্রবাহিত হয়েছে। মাঝের পথে নদীটি দুটি ভাগে বিভক্ত হয়ে পরে পুনরায় মিলিত হয়েছে। এটি উসুরি নদীর দীর্ঘতম উপনদী

তথ্যসূত্র

[সম্পাদনা]