নাওলি ( চীনা: 挠力河) চীনের একটি নদী। নদীটি ৫৯৬-কিলোমিটার (৩৭০ মা) দীর্ঘ। নদীটি উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটি বাওকিং শহরের পূর্বদিকে প্রবাহিত হয়েছে। মাঝের পথে নদীটি দুটি ভাগে বিভক্ত হয়ে পরে পুনরায় মিলিত হয়েছে। এটি উসুরি নদীর দীর্ঘতম উপনদী ।
চীনের নদী সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |