"নট নাও জন" | ||||
---|---|---|---|---|
![]() | ||||
দ্য ফাইনাল কাট অ্যালবাম থেকে | ||||
পিংক ফ্লয়েড কর্তৃক একক | ||||
বি-সাইড | "দ্য হিরো'স রিটার্ন" | |||
মুক্তিপ্রাপ্ত | ২ মে ১৯৮৩ | |||
রেকর্ডকৃত | জুলাই–ডিসেম্বর ১৯৮২ | |||
ধারা | হার্ড রক[১] | |||
লেবেল | হার্ভেস্ট (যুক্তরাজ্য) কলাম্বিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র) | |||
লেখক | রজার ওয়াটার্স | |||
প্রযোজক |
| |||
পিংক ফ্লয়েড কালক্রম কালক্রম | ||||
|
"নট নাও জন" ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের একটি গান, যেটি রচনা করেছেন রজার ওয়াটার্স। গানটি তাদের ১৯৮৩ সালের দ্য ফাইনাল কাট অ্যালবামে প্রকাশিত হয়।[২][৩] দ্য ফাইনাল কাট অ্যালবামের একমাত্র একক হিশেবে গানটিতে প্রধান কণ্ঠ দিয়েছেন ডেভিড গিলমোর। এটি ইউকে একক চার্টে ৩০ নম্বরে অবস্থানে ছিল।