নটর ডেম, ইন্ডিয়ানা | |
---|---|
আদমশুমারী মনোনীত অঞ্চল | |
![]() নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস | |
![]() ইন্ডিয়ানার সেন্ট জোসেফ কাউন্টিতে নটর ডেমের অবস্থান | |
ইন্ডিয়ানার সেন্ট জোসেফ কাউন্টিতে নটর ডেমের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪১°৪২′০১″ উত্তর ৮৬°১৪′১৯″ পশ্চিম / ৪১.৭০০২৮° উত্তর ৮৬.২৩৮৬১° পশ্চিম | |
দেশ | ![]() |
অঙ্গরাজ্য | ![]() |
কাউন্টি | সেন্ট জোসেফ |
টাউনশিপ | ক্লে, পোর্টেজ |
আয়তন[১] | |
• মোট | ৩.৩০ বর্গকিমি (১.২৭৪ বর্গমাইল) |
• স্থলভাগ | ৩.১৩ বর্গকিমি (১.২০৮ বর্গমাইল) |
• জলভাগ | ০.১৭ বর্গকিমি (০.০৬৬ বর্গমাইল) |
উচ্চতা[২] | ২২৪ মিটার (৭৩৫ ফুট) |
জনসংখ্যা (২০১০)[৩] | |
• মোট | ৫,৯৭৩ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পূর্বাঞ্চলীয় (ইএসটি) (ইউটিসি-৫) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ইডিটি (ইউটিসি-৪) |
জিপ কোড | ৪৬৫৫৬ |
এলাকা কোড | ৫৭৪ |
জিএনআইএস ফিচার আইডি | 2583462 |
নটর ডেম (ইংরেজি: Notre Dame) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সেন্ট জোসেফ কাউন্টির সাউথ বেন্ড শহরের উত্তরাঞ্চলে অবস্থিত একটি আদমশুমারী মনোনীত এলাকা (census-designated place)।[৪] এ এলাকায় তিনটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত: নটর ডেম বিশ্ববিদ্যালয়, সেন্ট ম্যারি'স কলেজ এবং হলি ক্রস কলেজ। নটর ডেমের কিছু অংশ ক্লে টাউনশিপ আর বাকি অংশ পোর্টেজ টাউনশিপের অন্তর্গত। ২০১০ সালের আদমশুমারি অনুসারে এ অঞ্চলের জনসংখ্যা ৫,৯৭৩ জন।[৩]
ঐতিহাসিক জনসংখ্যা | |||
---|---|---|---|
আদমশুমারি | জন. | %± | |
২০১০ | ৫,৯৭৩ | — | |
যুক্তরাষ্ট্রের আদমশুমারি[৫] |
নটর ডেমে হলি ক্রসের তিনটি ধর্মীয় সম্প্রদায়ের সদর দপ্তর রয়েছে। এখানকার সেন্ট ম্যারি'স কলেজ ক্যাম্পাসে সিস্টার্স অব হলি ক্রস সন্ন্যাস সংঘের প্রশাসন রয়েছে। এর পাশাপাশি সেখানে পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের দুটি ধর্ম-প্রদেশের প্রাদেশিক কার্যালয় আছে: ব্রাদারদের মিডওয়েস্ট প্রদেশ এবং ব্রাদার ও যাজকদের ইন্ডিয়ানা প্রদেশ। এছাড়াও নটর ডেমে সুপিরিয়র ফেইথের কিছু ধর্ম-প্রদেশের দপ্তর রয়েছে। এগুলো হলো: সিস্টারদের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং হলি ক্রসের নটর ডেম প্রদেশ।
যুক্তরাষ্ট্রের অন্যান্য অবিচ্ছিন্ন সম্প্রদায়গুলোর (unincorporated communities) মতো নটর ডেমেও কোনো পৌরসভা নেই। তবে, সেখানে আলাদা ডাকঘর এবং কলেজগুলোর নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে। ইন্ডিয়ানার সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয় আইন অনুসারে একটি স্বাধীন পুলিশ বাহিনীর অধিকারী।[৬] নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অগ্নিনির্বাপক বিভাগ রয়েছে। ইউনিভার্সিটি ভিলেজ এবং ক্রাইপ স্ট্রিটের অ্যাপার্টমেন্টগুলো বাদে বিশ্ববিদ্যালয়টির বাকি অংশের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ও পানি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা হয়। আর, নটর ডেমের বিবাহিত পরিবারগুলোতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব এইপি'র উপর ন্যস্ত।
১৮৫১ সাল থেকে নটর ডেমে একটি ডাকঘর পরিচালনা করা হচ্ছে।[৭] যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ পরিচালিত নটর ডেম পোস্ট-অফিসটি নটর ডেম বিশ্ববিদ্যালয়ের হ্যামস মওব্রে হলের উত্তর-পূর্ব কোণে এবং জুনিপার রোড সংলগ্ন পূর্ব গেট হতে পশ্চিম দিকে অবস্থিত।[৮][৯][১০]