নন্দ সাম্রাজ্য | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
খ্রিস্টপূর্ব ৩৪৫–খ্রিস্টপূর্ব ৩২১ | |||||||||||
খ্রিস্টপূর্ব ৩২৫ সালে ধন নন্দের সময় বিস্তৃত সাম্রাজ্য | |||||||||||
রাজধানী | পাটলীপুত্র | ||||||||||
ধর্ম | হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম[১] | ||||||||||
সরকার | রাজতন্ত্র | ||||||||||
ঐতিহাসিক যুগ | লৌহ যুগ ভারত | ||||||||||
• প্রতিষ্ঠা | খ্রিস্টপূর্ব ৩৪৫ | ||||||||||
• বিলুপ্ত | খ্রিস্টপূর্ব ৩২১ | ||||||||||
| |||||||||||
বর্তমানে যার অংশ | বাংলাদেশ ভারত নেপাল |
নন্দ সাম্রাজ্য চারশত খ্রিস্টপূর্বে প্রাচীন ভারতের মগধ রাষ্ট্র থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ৩৪৫ খ্রিস্টপূর্ব থেকে ৩২১ খ্রিস্টপূর্ব পর্যন্ত টিকে ছিল। বড় ব্যাপার হল, এই সাম্রাজ্য পূর্বে বাংলা, পশ্চিমে পাঞ্জাব এবং দক্ষিণে বিন্ধ্যা পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল।[২] এই সাম্রাজ্যের শাসকরা তাদের ধনসম্পদ অর্জনের জন্য বিখ্যাত। পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্য্য এই সাম্রাজ্যকে পরাজিত করে মৌর্য্য সাম্রাজ্য স্থাপন করে।