ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | শাওনা টাইমস প্রাইভেট লিমিটেড (শাওনা গ্রুপ এবং দ্য টাইমস গ্রুপ) |
প্রকাশক | দ্য টাইমস গ্রুপ |
প্রধান সম্পাদক | অজয় উমাত |
প্রতিষ্ঠাকাল | ১৬ জানুয়ারি ২০১৪ |
ভাষা | গুজরাতি |
প্রচলন | ১,৪৮,০০০ [তথ্যসূত্র প্রয়োজন] |
সহোদর সংবাদপত্র | দ্য টাইমস অব ইন্ডিয়া দ্য ইকোনমিক টাইমস নবভারত টাইমস মহারাষ্ট্র টাইমস বিজয় কর্ণাটকা |
ওয়েবসাইট | epaper |
নবগুজরাত সময় টাইমস গ্রুপের একটি গুজরাটি ভাষার ব্রডশিট দৈনিক পত্রিকা। এটি গুজরাটের স্থানীয় ভাষার পাঠকদের জন্য ১৬ জানুয়ারী ২০১৪ সালে ভারতের আহমেদাবাদে চালু হয়েছিল। [১] পরে টাইমস গ্রুপ আহমেদাবাদে নির্মাণকাজে যুক্ত সুরেশ প্যাটেলের মালিকানাধীন শাওনা গ্রুপের সাথে মিলে যৌথ মালিকানা শাওনা টাইমস প্রাইভেট লিমিটেড গঠন করে। [২] এই প্রতিষ্ঠানটিই নবগুজরাত সময়ের মালিক।
নবগুজারত সামে কেবল একটি সংবাদপত্রের পরিষেবা নয়, একটি শক্তিশালী পূর্ণাঙ্গ মিডিয়া হাউসও।
ওয়েবসাইটগুলির একটি তালিকা নীচে দেওয়া হয়েছে:
নবগুজরাত সময়ের একটি খুব শক্তিশালী সামাজিক যোগাযোগের মাধ্যমের সংযোগগুলি:
নবগুজরাত সময়ের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ রয়েছে যার মাধ্যমে প্রত্যেকে বিশ্বজুড়ে সর্বশেষতম এবং ব্রেকিং সংবাদের সাথে হালনাগাদ থাকতে পারে।