নবারুণ ভট্টাচার্য | |
---|---|
জন্ম | ২৩ জুন ১৯৪৮ কলকাতা |
মৃত্যু | ৩১ জুলাই ২০১৪ কলকাতা |
পেশা | কবি ও কথাসাহিত্যিক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাঙালি |
নাগরিকত্ব | ভারতীয় |
শিক্ষা | কলকাতা বিশ্ববিদ্যালয় |
সময়কাল | আধুনিক |
উল্লেখযোগ্য রচনা | হারবার্ট, কাঙ্গাল মালসাট |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৭) ও বঙ্কিম পুরস্কার (১৯৯৬) |
দাম্পত্যসঙ্গী | প্রণতি ভট্টাচার্য |
আত্মীয় | বিজন ভট্টাচার্য (পিতা) মহাশ্বেতা দেবী (মাতা) |
নবারুণ ভট্টাচার্য (২৩ জুন ১৯৪৮ – ৩১ জুলাই ২০১৪) ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক।[১] তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৭) ও বঙ্কিম পুরস্কার (১৯৯৬) গ্রহণ করেছেন। হারবার্ট, কাঙ্গাল মালসাট ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। তিনি লেখিকা মহাশ্বেতা দেবী এবং নাট্যকার বিজন ভট্টাচার্যের পুত্র।[১]
স্কুল জীবনে তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভূতত্ত্ব ও পরবর্তীতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন।[১] চাকরি জীবনে তিনি ১৯৭৩ সালে একটি বিদেশি সংস্থায় যোগ দেন এবং ১৯৯১ পর্যন্ত সেখানে চাকরি করেন। এরপর কিছুদিন বিষ্ণু দের ‘সাহিত্যপত্র’ সম্পাদনা করেন এবং ২০০৩ থেকে ‘ভাষাবন্ধন’ নামের একটি পত্রিকা পরিচালনা করেন। একসময় দীর্ঘদিন তিনি ‘নবান্ন’ নাট্যগোষ্ঠী পরিচালনা করেছেন।
জোড়াতালি (২০১৭)
নবারুণ ভট্টাচার্যের উপন্যাস হারবার্ট অবলম্বনে পরিচালক সুমন মুখোপাধ্যায় তার হারবার্ট চলচ্চিত্রটি নির্মাণ করেন। ২০১৩ সালে তার ফ্যাতাড়ু সম্পর্কিত উপন্যাস কাঙাল মালসাট চলচ্চিত্রায়িত হয়।[৩]
নবারুণ ভট্টাচার্য ২০১৪ সালের ৩১ জুলাই আন্ত্রিক ক্যান্সারের কারণে কলকাতায় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তবুও মৃত্যু ওনাকে স্পর্শ করেনি তিনি এখনো বেঁচে আছে মানুষের মনে বসবাস করা পুরন্দর ভাট, ভদি , ফ্যাতাড়ু , চোক্তার এদের মধ্যে দিয়ে।[৪][৫][৬][৭]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |