নব্বই মাইল সমুদ্র সৈকত | |
---|---|
![]() নব্বই মাইল সমুদ্র সৈকতের স্যাটেলাইট চিত্র | |
অবস্থান | পূর্ব জিপসল্যান্ড, অস্ট্রেলিয়া |
স্থানাঙ্ক | ৩৮°১৮′৮″ দক্ষিণ ১৪৭°১৭′১৫″ পূর্ব / ৩৮.৩০২২২° দক্ষিণ ১৪৭.২৮৭৫০° পূর্ব |
ভূতত্ত্ব | সমুদ্র সৈকত |
নব্বই মাইল সমুদ্র সৈকত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চল উপকূলে পূর্ব জিপসল্যান্ড অঞ্চলে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৫১ কিলোমিটার (৯৪ মাইল), যা উত্তর-পূর্বাঞ্চলের পোর্ট আলবার্ট থেকে লেক এন্ট্রান্স পর্যন্ত বিস্তৃত।
নব্বই মাইল সমুদ্র সৈকত মেলবোর্ন থেকে ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) দূরে অবস্থিত।[১] এটা জিপসল্যান্ড লেক উপকূলীয় পার্ক এর মধ্যে অবস্থিত।
প্রতি বছর এই সমুদ্র সৈকত দেখতে প্রচুর পর্যটন আসেন এবং ক্যাম্পিং, সার্ফিং, তিমি দর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হোন।[২] এই সমুদ্র সৈকতের বালি সোনালী বর্ণের।[৩]
এটা নব্বই মাইল সমুদ্র সৈকত মেরিন জাতীয় পার্ক এর অংশ যার আয়তন ২,৭৫০ হেক্টর ও উপকূল থেকে ৫ কিলোমিটার (৩.১ মাইল) এবং ভিক্টোরিয়ার সেল শহর থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) দক্ষিণে অবস্থিত।[৪] এই পার্কে ক্যাম্প করে থাকার ব্যবস্থা আছে।
রথমাহ দ্বীপ লেক জাতীয় পার্কের অংশ যা পাখিদের অভয়ারণ্য। পায়নিসভিলে থেকে নৌকায় ৬ কিলোমিটার (৩.৭ মাইল) দূরত্বে এর অবস্থান।
এই সমুদ্র সৈকতের দিকে বেশ কিছু উপকূলীয় শহর রয়েছে যেগুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। মূলত গ্রীষ্মকালীন সময়ে এসব শহরগুলোতে পর্যটকদের ভীড় বাড়ে।[৫]