নব্বই মাইল সমুদ্র সৈকত (সরকারি নাম Te-Oneroa-a-Tōhē/Ninety Mile Beach)[১] নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের সুদূর উত্তরের পশ্চিম উপকূলে অবস্থিত একটি সমুদ্র সৈকত।[২] এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার (৫৫ মাইল)। [৩]
এটি সাধারণত সরকারিভাবে গণমহাসড়ক হিসেবে পরিচিত।[৪] এছাড়া এটি রাষ্ট্রীয় মহাসড়ক ১ এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয় যা মূলত পর্যটকরা ব্যবহার করে বা প্রধান সড়কটি বন্ধ থাকলে ব্যবহৃত হয়। [তথ্যসূত্র প্রয়োজন] এই সমুদ্র সৈকত এবং তে পাকি টিলা এই অঞ্চলের পর্যটন আকর্ষণ।
নৌ চলাচলের যুগে বেশ কিছু নষ্ট জাহাজ এখানে ফেলে রাখা হতো।[৫] ১৯৩২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বিমানবাহিত ডাক চলাচলের জন্য এই সমুদ্র সৈকতটিকে রানওয়ে হিসেবে ব্যবহার করা শুরু হয়। বর্তমানে এটি নিউজিল্যান্ডের সেরা পর্যটন কেন্দ্রগুলোর একটি।