নভজ্যোত চানা (জন্ম ২৪শে নভেম্বর ১৯৮৩) গ্লাসগোতে ২০১৪ কমনওয়েলথ গেমসে পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণিতে রৌপ্যপদক অর্জনকারী এক ভারতীয় জুডোকা। তিনি ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলার বাসিন্দা। চানা বর্তমানে পাঞ্জাব পুলিশে চাকরি করছেন।
কমনওয়েলথ গেমসের সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকার ড্যানিয়েল লে গ্র্যাঞ্জকে হারিয়েছিলেন নভজ্যোত। এর আগে তিনি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার ২৩ বছর বয়সী টম পাপাসকে হারিয়েছিলেন তিনি। [১]