বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
নমিতা প্রমোদ | |
---|---|
জন্ম | [১] থিরুভানানথাপুরাম, কেরালা, ভারত | ১৯ সেপ্টেম্বর ১৯৯৬
শিক্ষা | সেন্ট তেরেসা'স কলেজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
নমিতা প্রমোদ (জন্ম ১৯ সেপ্টেম্বর ১৯৯৬) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি স্বল্প সংখ্যক তামিল এবং তেলুগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করলেও মূলত মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেছেন।[২] ২০১১ সালে মালয়ালম ভাষার ট্রাফিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক হয়।[৩]
নমিতা থিরুভানানথাপুরামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রমোদ একজন ব্যবসায়ী এবং মা ইন্দু একজন গৃহিণী।[৪] অখিতাবপ্রমোদ নামে তার একজন ছোট বোন আছেন।[৫] তিনি থিরুভানানথাপুরামের কারমেল গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন।[৬] এরপর ২০১৪ সালের জুনে তিনি সমাজবিজ্ঞানে বিএ করার জন্য সেন্ট তেরেসা'স কলেজে ভর্তি হন।[৭] পড়াশোনার ব্যাপারে তিনি বলেন যে, "তিনি [তার] অভিনয়জীবনকে [তার] পড়াশোনার ক্ষতি করতে দেননি"।[৮]