নয়ডা | |
---|---|
শহর | |
উত্তরপ্রদেশ ও ভারতের নয়ডার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৮°৩৪′ উত্তর ৭৭°১৯′ পূর্ব / ২৮.৫৭° উত্তর ৭৭.৩২° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
State | উত্তরপ্রদেশ |
Division | মিরাট |
District | গৌতম বুদ্ধ নগর |
প্রতিষ্ঠা | ১৭ই এপ্রিল ১৯৭৬ |
সরকার | |
• ধরন | উত্তরপ্রদেশ সরকার |
• শাসক | Noida Authority |
• Chairman, Noida Authority | Sanjiv Mittal , (IAS) |
• CEO, Noida Authority | Ritu Maheshwari, (IAS) |
• Commissioner, Meerut Division | Aneeta Meshram, (IAS) |
• District Magistrate and Collector | Suhas Lalinakere Yathiraj,[১] (IAS) |
• Commissioner of Police | Alok Singh, (IPS) |
আয়তন | |
• মোট | ২০৩ বর্গকিমি (৭৮ বর্গমাইল) |
উচ্চতা | ২০০ মিটার (৭০০ ফুট) |
জনসংখ্যা (2011)[২] | |
• মোট | ৬,৩৭,২৭২ |
• ক্রম | 71st |
• জনঘনত্ব | ২,৪৬৩/বর্গকিমি (৬,৩৮০/বর্গমাইল) |
বিশেষণ | Noidite |
Language | |
• Official | Hindi[৩] |
• Additional official | English[৩] |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
PIN | 201301 to 201307 |
Telephone code | 0120 |
যানবাহন নিবন্ধন | UP-16 |
GDP Nominal (Gautam Buddh Nagar District) | Rs. 1,45,675.61 crores (2019-20)[৪] |
Lok Sabha Constituency | গৌতম বুদ্ধ নগর জেলা |
ওয়েবসাইট | www |
নয়ডা হল দিল্লির উপকন্ঠে গড়ে ওঠা একটি উপনগরী যা উত্তরপ্রদেশ রাজ্যের গৌতম বুদ্ধ নগর জেলায় অবস্থিত। নয়ডা (NOIDA) শব্দটি হল নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভলোপমেন্ট অথরিটি এর সংক্ষিপ্ত রূপ।শহরটি যমুনা নদীর পূর্ব তীরে গড়ে উঠেছে। এটি জাতীয় রাজধানী অঞ্চল এর অন্তর্গত।
শহরটি নির্মাণ শুরু হয় ১৭ এপ্রিল ১৯৭৬ সালে।তাই ১৭ এপ্রিল এখানে 'নয়ডা দিবস' হিসাবে পরিচিত।
শহরটি সমুদ্র সমতল থেকে ২০০ মিটারের বেশি উচ্চতায়
২০১১ সালের জনগননায় শহরের জনসংখ্যা ৬,৩৭,২৭২ জন।[৫] মোট জনসংখ্যার মধ্যে ৩,৪৯,৩৯৭ জন পুরুষ ও ২,৭৮,৮৭৫ মহিলা।
এখানে ভারতীয় জনতা পার্টির সাংসদ রয়েছে। মহেশ কুমার শর্মা এখানকার প্রাক্তন বিধায়ক ও বর্তমান সাংসদ যিনি ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিমলা বাথাম এখন বর্তমান বিধায়ক ও উত্তর প্রদেশ রাজ্য মহিলা কমিশনের সভাপতি।
নয়ডা বিশ্বের বৃহত্তম ফোন নির্মাণ কেন্দ্রে পরিণত হচ্ছে । এপেল , স্যামসাং , অপো , ভিভো , জিওমি এখানে নিজেদের কারখানা খুলেছে ।
ভারতে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন কারখানা চালু করেছে স্যামসাং ইলেকট্রনিকস। নয়ডায় স্যামসাংয়ের এ কারখানার অবস্থান। এ কারখানা থেকে বছরে এখন ১২ কোটি মোবাইল ফোন উৎপাদন হবে। কারখানা সম্প্রসারণের পুরো প্রক্রিয়াটি কয়েক ধাপে ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে।[৬]
নয়ডা-বৃহত্তর নয়ডা এক্সপ্রেসওয়ে
প্রস্তাবিত তাজ আন্তর্জাতিক বিমানবন্দর
কোনো নিকটবর্তী রেলপথ নেই।
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)