নয়পাল (পাল সম্রাট)

নয়পাল
পাল সম্রাট
রাজত্ব১০৩৮–১০৫৫
পূর্বসূরিপ্রথম মহীপাল
উত্তরসূরিতৃতীয় বিগ্রহপাল
বংশধরতৃতীয় বিগ্রহপাল
রাজবংশপাল
পিতাপ্রথম মহীপাল

রাজা নয়পাল (রাজত্বকাল: ১০৩৮–১০৫৫ খ্রিষ্টাব্দ) ছিলেন পাল রাজবংশের দ্বাদশ রাজা। তিনি ছিলেন পাল রাজবংশের হারানো গৌরব ও প্রতিপত্তি পুনরুদ্ধারকারী খ্যাতিমান প্রথম মহিপালের পুত্র এবং পিতার মৃত্যুর পর তিনি পিতার স্থলাভিষিক্ত হন। তিনি প্রায় ১৭ বছর রাজত্ব করেন। রাজা তৃতীয় বিগ্রহপাল ছিলেন তার পুত্র এবং উত্তরসূরি।[] তার শাসন ছিল প্রধানত ভারতীয় উপমহাদেশের বাংলা এবং বিহার অঞ্চলে।[তথ্যসূত্র প্রয়োজন] দীর্ঘ লড়াইয়ের পরে কালাচুরির রাজা লক্ষ্মীকর্ণকে পরাজিত করেছিলেন মহীপালের প্রথম পুত্র ন্যায়পাল যা তার শিলালিপিতে বর্ণিত হয়েছে।[] তিব্বতীয় তথ্যসূত্রের মতে, পরে এই দুই রাজা বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের মধ্যস্থতায় একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. চৌধুরী, আবদুল মমিন। "পাল বংশ"bn.banglapedia.orgবাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (বাংলাপিডিয়া)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২২ 
  2. Susan L. Huntington ১৯৮৪, পৃ. ৭৫।
পূর্বসূরী
প্রথম মহীপাল
পাল সম্রাট
১০৩৮–১০৫৫ খ্রিষ্টাব্দ
উত্তরসূরী
তৃতীয় বিগ্রহপাল