নরি জেলা

U.S. and Afghan National Army (ANA) soldiers preparing to board a UH-60 Black Hawk helicopter at Observation Post Mangol in the Nari district, Kunar province, Afghanistan (February 2012).

নরি (নারে) জেলা আফগানিস্তানের কুনার প্রদেশের পূর্ব অঞ্চলে অবস্থিত পর্বতশৃঙ্গমালা বিশিষ্ট একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির সীমানা পশ্চিমে বার কুনার জেলা, উত্তরে নুরিস্তান প্রদেশ, দক্ষিণে খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণে দাঙ্গাম জেলা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৪,৫০০ এর মত, যার মধ্যে ৬০% পশতু সম্প্রদায়ের। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে নরি গ্রাম (নারে) ৩৫°১২′৩৭″ উত্তর ৭১°৩১′৩০″ পূর্ব / ৩৫.২১০৩° উত্তর ৭১.৫২৫০° পূর্ব / 35.2103; 71.5250 নদীর উপত্যকায় থেকে ১১৫৩ মিটার উচ্চতায় অবস্থান করছে। চাষাবাদের জন্য যথেষ্ট পরিমাণ আবাদি জমি পাওয়া যায়না। যার ফলে অধিবাসীরা সাধারণত কাঠ এবং মটরশুটি সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]