এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (জুন ২০২২) |
নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রিসভা | |
---|---|
ভারতের ২২তম মন্ত্রিসভা | |
গঠনের তারিখ | ৩০ মে ২০১৯ |
ব্যক্তি ও সংস্থা | |
রাষ্ট্রপ্রধান | রামনাথ কোবিন্দ |
সরকারপ্রধান | নরেন্দ্র মোদি |
মন্ত্রী সংখ্যা | ৭৮ |
সদস্য দলগুলি | জাতীয় গণতান্ত্রিক জোট |
আইনসভায় অবস্থা |
ভারতীয় সংসদ ৪৫৫ / ৭৮৮ (৫৮%)
লোকসভা ৩৩৫ / ৫৪৩ (৬২%)
রাজ্যসভা ১২২ / ২৪৫ (৫০%) |
বিরোধী মন্ত্রিসভা |
ভারতীয় সংসদ ১৩৮ / ৭৮৮ (১৮%)
লোকসভা ৯১ / ৫৪৩ (১৭%)
রাজ্যসভা ৪৭ / ২৪৫ (১৯%)
ভারতীয় সংসদ ১৮৩ / ৭৮৮ (২৩%)
লোকসভা ১১৩ / ৫৪৩ (২১%)
রাজ্যসভা ৭০ / ২৪৫ (২৯%) |
ইতিহাস | |
নির্বাচন | ২০১৯ |
সর্বশেষ নির্বাচন | ২০১৪ |
আইনসভার মেয়াদ | ৫ বছর, ২৩০ দিন |
পূর্ববর্তী | প্রথম মোদি মন্ত্রিসভা |
নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রিসভা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রী পরিষদ যা ২০১৯ সালের সাধারণ নির্বাচনের পরে গঠিত হয়েছিল যা ২০১৯ সালে সাতটি ধাপে অনুষ্ঠিত হয়। ২৩শে মে ২০১৯ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল এবং এর ফলে ১৭ তম লোকসভা গঠন করা হয়েছিল। রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বিমসটেকভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
৭ জুলাই ২০২১-এ, সরকার অনেক বড় নাম বাদ দিয়ে এবং নতুন মুখ শপথ নিয়ে একটি মন্ত্রিসভা সম্প্রসারণের মধ্য দিয়ে গিয়েছিল। বর্তমান অনেক মন্ত্রীকেও তাদের ভালো কাজের জন্য পদোন্নতি দেওয়া হয়েছে।
মন্ত্রক | মন্ত্রী | সংসদীয় কেন্দ্র | নোট |
---|---|---|---|
প্রধানমন্ত্রী
অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ ও মন্ত্রণালয় যার দায়িত্বে কোনো মন্ত্রী বহাল নেই |
নরেন্দ্র মোদি | বারাণসী | |
স্বরাষ্ট্র
সমন্বয় |
অমিত শাহ | গান্ধীনগর | নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি |
অর্থ ও কর্পোরেট বিষয়ক | নির্মলা সীতারামন | কর্ণাটক(RS) | নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি |
প্রতিরক্ষা | রাজনাথ সিং | লখনউ | নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি |
বিদেশ | সুব্রহ্মণ্যম জয়শঙ্কর | গুজরাত (RS) | নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি |
সড়ক পরিবহন ও মহাসড়ক | নিতিন গডকড়ী | নাগপুর | রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি |
শিল্প ও বাণিজ্য
ভোক্তা বিষয়ক , খাদ্য ও জন বিতরণ বস্র |
পীযূষ গোয়েল | মহারাষ্ট্র(RS) | অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি, রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি |
আইন ও বিচার | কিরেন রিজিজু | অরুণাচল প্রদেশ পশ্চিম | রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি |
বিদ্যুৎ
নতুন ও নবায়নযোগ্য জ্বালানি |
রাজ কুমার সিং | আরা | |
কৃষি ও কৃষক কল্যাণ | নরেন্দ্র সিং তোমর | মোরেনা | রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি |
মহিলা ও শিশু উন্নয়ন | স্মৃতি ইরানি | আমেঠি | কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রিসভা কমিটি |
উপজাতি বিষয়ক | অর্জুন মুন্ডা | খুঁটি | |
শিক্ষা
দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা |
ধর্মেন্দ্র প্রধান | মধ্যপ্রদেশ(RS) | অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি |
সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন | বীরেন্দ্র কুমার খটিক | টিকামগড় | |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
রাসায়নিক ও সার |
মনসুখ এল মান্দাভিয়া | গুজরাত (RS) | |
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
শ্রম ও কর্মসংস্থান |
ভূপেন্দ্র যাদব | রাজস্থান (RS) | |
সংখ্যালঘু বিষয়ক | মুখতার আব্বাস নকভি | ঝাড়খণ্ড(RS) | |
ভারী শিল্প ও পাবলিক এন্টারপ্রাইজস | মহেন্দ্র নাথ পান্ডে | চান্দৌলী | |
সংসদ বিষয়ক
খনি মন্ত্রক কয়লা |
প্রল্হাদ যোশী | ধারবাদ | রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি, সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি |
জলশক্তি | গজেন্দ্র শেখায়াত | যোধপুর | রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট এর পুত্রকে হারিয়ে আসন জেতেন। |
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ | নারায়ণ রানে | মহারাষ্ট্র(RS) | |
মৎস্য, পশুপালন ও দুগ্ধ পালন | পার্সোত্তম রুপালা | গুজরাত (RS) | |
রেল | অশ্বিনী বৈষ্ণব | ওড়িশা (RS) | |
বন্দর, শিপিং এবং নৌপথ
আয়ুর্বেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, ইউনানী, সিদ্ধ, সোয়া-রিগপা এবং হোমিওপ্যাথি |
সর্বানন্দ সোনোয়াল | লখিমপুর | |
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস
গৃহায়ন ও নগর বিষয়ক |
হরদীপ পুরী | উত্তর প্রদেশ(RS) | |
গ্রামীণ উন্নয়ন
পঞ্চায়েতি রাজ মন্ত্রক |
গিরিরাজ সিং | বেগুসারাই | কানহাইয়া কুমারকে হারিয়ে আসন জেতেন। |
বেসামরিক বিমান চলাচল | জ্যোতিরাদিত্য সিন্ধিয়া | মধ্যপ্রদেশ(RS) | |
ইস্পাত | রামচন্দ্র প্রসাদ সিং | বিহার (RS) | |
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প | পশুপতি কুমার পারস | হাজীপুর | রাজনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি |
তথ্য ও সম্প্রচার
যুব বিষয়ক ও ক্রীড়া |
অনুরাগ ঠাকুর | হামিরপুর | সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি |
সংস্কৃতি
পর্যটন উত্তর -পূর্ব অঞ্চলের উন্নয়ন |
গঙ্গাপুরাম কিষান রেড্ডি | সেকেন্দ্রাবাদ | |
বিজ্ঞান ও প্রযুক্তি | ডাঃ জিতেন্দ্র সিং | উধমপুর |
মন্ত্রক | মন্ত্রী | সংসদীয় কেন্দ্র |
---|---|---|
শ্রম ও কর্মসংস্থান | সন্তোষ গাংওয়ার | বারেলি |
পর্যটন | প্রহ্লাদ প্যাটেল | দামোহ |
মন্ত্রক | প্রতিমন্ত্রী | সংসদীয় কেন্দ্র |
---|---|---|
স্বরাষ্ট্র | নিত্যানন্দ রাই | উজিয়ারপুর |
স্বরাষ্ট্র
যুব বিষয়ক ও ক্রীড়া |
নিশীথ প্রামাণিক | কোচবিহার |
শিক্ষা | ডা সুভাষ সরকার | বাঁকুড়া |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ | অশ্বিনী কুমার চৌবে | বক্সার |
মহিলা ও শিশু উন্নয়ন | দেবশ্রী চৌধুরী | রায়গঞ্জ |
প্রধানমন্ত্রীর অফিস পারমাণবিক শক্তি বিভাগ কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক মহাকাশ বিভাগ |
জিতেন্দ্র সিং | উধমপুর |
পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন | বাবুল সুপ্রিয় | আসানসোল |
সড়ক পরিবহন ও মহাসড়ক
বেসামরিক বিমান চলাচল |
বিজয় কুমার সিং | গাজিয়াবাদ |
জলশক্তি
সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন |
রতন লাল কাতারিয়া | আম্বালা |
সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন | প্রতিমা ভৌমিক | ত্রিপুরা পশ্চিম |
সংখ্যালঘু বিষয়ক | জন বার্লা | আলিপুরদুয়ার |
বন্দর, জাহাজ এবং নৌপথ | শান্তনু ঠাকুর | বনগাঁ |