ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | Manuel Agudo Durán[১] | ||
জন্ম | ১৫ অক্টোবর ১৯৮৬ | ||
জন্ম স্থান | স্পেন | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | উইঙ্গার/ফরোয়ার্ড | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায় | |||
বছর | দল | ||
১৯৯০-২০০০ | আলগাইদা | ||
২০০০-২০০৩ | সানলুকেনিয়ো | ||
২০০৩-২০০৬ | ভালেনসিয়া | ||
২০০৬-২০০৮ | এসিহা | ||
২০০৮-২০১১ | ফুটবল ক্লাব বার্সেলোনা বি | ||
২০১০-২০১১ | ফুটবল ক্লাব বার্সেলোনা | ||
২০১১-২০১৩ | এস.এল বেনফিকা | ||
২০১৩ | → গ্রানাদা (লোন) | ||
২০১৩-২০১৬ | সেলতা ভিগো | ||
২০১৬– | ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব | ||
জাতীয় দল | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪– | স্পেন জাতীয় ফুটবল দল |
নলিতো একজন স্পেনের পেশাদার ফুটবলার। তিনি ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে।
নলিতো ২২ বছর বয়স পর্যন্ত বার্সেলোনার বিভিন্ন পর্যায়ের দলে খেলত। ২০১০-১১ মৌসুমে বার্সার ১ম দলে সুযোগ পায়। তবে মাত্র ২ টি ম্যাচ খেলে আর সুযোগ পায়নি।
২০১১ সালের মে মাসে বার্সেলোনার ৫ বছরের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে পর্তুগীজ ক্লাব বেনফিকাতে যোগ দেন নলিতো। ১ জুলাই বেনফিকার জার্সি গায়ে প্রথম অভিষেক হয়। ২০১৩ সালের ২৯ জানুয়ারি স্বদেশী ক্লাব গ্রানাদায় ৬ মাসের জন্য লোনে যোগ দেয় নলিতো। চুক্তির ৪ দিন পর অভিষেক ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে জয় পায়। যা গ্রানাদার ৪০ বছরের ইতিহাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১ ম জয় ঐ ম্যাচে রোনালদোকে দিয়ে আত্মঘাতী গোল করান নলিতো।
১ জুলাই ২০১৩ সালে সেলতা ভিগোর সাথে ৪ বছরের চুক্তি করেন নলিতো। পুনরায় সাবেক কোচ লুইস এনরিকের কাছে আসেন। ১ম মৌসুমে দলের শীর্ষ গোলদাতার খেতাব অর্জন করেন।
১ জুলাই ২০১৬ সালে ১৩.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময় ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়। ৪ বছরের চুক্তি করেন। ১৩ আগস্ট সান্ডারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫৯ মিনিট খেলার সুযোগ পায়। এর ৩ দিন পর সিটির হয়ে ১ম গোল এবং এসিস্ট করেন।