নাইব বুকেলে | |
---|---|
![]() | |
এল সালভাদরের ৪৬ তম রাষ্ট্রপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১ জুন ২০১৯ | |
উপরাষ্ট্রপতি | ফেলিক্স উলুয়া |
পূর্বসূরী | সালভাদর সানচেজ কেরেন |
সান সালভাদরের মেয়র | |
কাজের মেয়াদ ১ মে ২০১৫ – ৩০ এপ্রিল ২০১৮ | |
পূর্বসূরী | নরম্যান কুইজানো |
উত্তরসূরী | আর্নেস্তো মাইশন্ডট |
নুয়েভো কাসকাটলান এর মেয়র | |
কাজের মেয়াদ ১ মে ২০১২ – ৩০ এপ্রিল ২০১৫ | |
পূর্বসূরী | আলভারো রদ্রিগেজ |
উত্তরসূরী | মাইকেল সল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নাইব আরমান্ডো বুকেলে অর্টিজ ২৪ জুলাই ১৯৮১ সান সালভাদর, এল সালভাদর |
রাজনৈতিক দল | গ্র্যান্ড অ্যালায়েন্স ফর ন্যাশনাল পার্টি |
অন্যান্য রাজনৈতিক দল | GANA (২০১৮–বর্তমান) CD (২০১৮) FMLN (২০১২-২০১৭) |
দাম্পত্য সঙ্গী | গ্যাব্রিয়েলা রদ্রিগেজ ডি বুকেলে (বি. ২০১৪) |
সন্তান | লাইলা বুকেলে |
স্বাক্ষর | ![]() |
নাইব আর্মান্ডো বুকেলে অর্টিজ (জন্ম: ২৪শে জুলাই ১৯৮১) একজন সালভাদরের রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং এল সালভাদরের ৪৬তম ও বর্তমান রাষ্ট্রপতি। ২০১৯ সালে নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে তিনি এল সালভাদরের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ১ জুন ২০১৯ থেকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নাইব বুকেলে তার রাজনৈতিক দল গানার হয়ে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। তিনি ২০১২ সালে নুয়েভো কাসকাটলান এর মেয়র এবং ২০১৫ সালে সান সালভাদরের নির্বাচিত মেয়র হন।[১]
নাইব বুকেলে ২৪ জুলাই ১৯৮১ সালে এল সালভাদরের সান সালভাদরে জন্মগ্রহণ করেন। তার পিতা ওলগা অর্টিজ ডি বুকেলে এবং মাতা আর্মান্ডো ডি বুকেলে। তার পিতা ছিলেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ও স্থানীয় ইমাম।[২] খুব অল্প বয়সে, নাইব তার দক্ষতা ও উদ্যোক্তামূখী কর্মকাণ্ডের জন্য পরিচিত লাভ করে। তিনি মাত্র ১৮ বছর বয়সে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন।[৩]
নাইব বুকেলে এল সালভাদরের ইয়ামাহা মোটরস কোম্পানির মালিক, যেটি এল সালভাদরে ইয়ামাহা কোম্পানির বিভিন্ন পণ্য বিক্রি ও বিতরণ করে থাকে।[৪][৫] এছাড়াও তিনি OBERMET, S.A. DE C.V. এর পরিচালক ও প্রেসিডেন্ট।[৬]
তিনি ২০১২ সালের ১১ মার্চ নুয়েভো কাসকাটলান এর মেয়র নির্বাচিত হন। ২০১২ সালের ১ মে থেকে তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। [৭]
২০১৫ সালে এল সালভাদর এর রাজধানী সান সালভাদরে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি ৮৯,১৬৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।[৮] ২০১৭ সালে তিনি তাইওয়ানের রাজধানী তাইপে সিটিতে যান এবং সেখানে তাইওয়ানের রাষ্ট্রপতির সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।[৯]
২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি বুকেলে ৪৬ তম রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ১ জুন ২০১৯ থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন।[১০][১১]
নাইব বুকেলে ২০১৪ সালে গ্যাব্রিয়েল রদ্রিগেজ বুকেলেকে বিয়ে করেন। তাদের এক সন্তান রয়েছে। নাইব বুকেলের পিতা একজন মুসলিম এবং মা একজন খ্রিস্টান ধর্মাবলম্বীর।
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী Salvador Sánchez Cerén |
President of El Salvador 2019–present |
নির্ধারিত হয়নি |
টেমপ্লেট:El Salvador Presidents টেমপ্লেট:Heads of State in Central America