নাউর আফগানিস্তানের গজনি প্রদেশের একটি বৃহত্তম জেলা।[১] জেলাটিতে জনসংখ্যা সম্পূর্ণরূপে শতভাগ হাজারা সম্প্রদায়ের লোকজনের বসবাস করে থাকে, ২০০২ সালের আদমশুমাীর অনুযায়ী, অনুমান করা হয়ে থাকে যে, ৯১,৭৭৮ জনসংখ্যা জন (যেখানে জনসংখ্যার অর্ধেকেই ১২ বছরের কম বয়সী)।[২] জিখাই নদীর উৎপত্তিস্থল এখান থেকেই হয়েছে।
প্রধান ফসলের মধ্যে রয়েছে গম এবং বার্লি অন্তর্ভুক্ত। পশু চাষের জন্য মূলত ভেড়া, ছাগল, গরু, হাঁস এবং ঘোড়া পালন করা হয়ে থাকে।[২]