নাওতো কান 菅 直人 | |
---|---|
জাপানের প্রধানমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৮ জুন ২০১০ | |
সার্বভৌম শাসক | সম্রাট আকিহিতো |
পূর্বসূরী | ইউকিও হাতোয়ামা |
জাপানের অর্থমন্ত্রী | |
কাজের মেয়াদ ৬ জানুয়ারি ২০১০ – ৮ জুন ২০১০ | |
প্রধানমন্ত্রী | ইউকিও হাতোয়ামা |
পূর্বসূরী | হিরোহিসা ফুজি |
উত্তরসূরী | ইয়োশিহিকো নোদা |
জাপানের উপপ্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০০৯ – ৮ জুন ২০১০ | |
প্রধানমন্ত্রী | ইউকিও হাতোয়ামা |
পূর্বসূরী | শূণ্য last held by Wataru Kubo on 11 January 1996 |
উত্তরসূরী | শূণ্যt |
অর্থনীতি ও আর্থিক নীতি বিষয়ক মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০০৯ – ৮ জুন ২০১০ | |
প্রধানমন্ত্রী | ইউকিও হাতোয়ামা |
পূর্বসূরী | ইয়োশিমাসা হায়াশি |
উত্তরসূরী | সাতোশি হারাই |
জাতীয় কৌশল বিষয়ক মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০০৯ – ৬ জানুয়ারি ২০১০ | |
প্রধানমন্ত্রী | ইউকিও হাতোয়ামা |
পূর্বসূরী | পদ প্রতিষ্ঠা |
উত্তরসূরী | ইয়োশিতো সেংগোকু |
বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা বিষয়ক মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০০৯ – ৬ জানুয়ারি ২০১০ | |
প্রধানমন্ত্রী | ইউকিও হাতোয়ামা |
পূর্বসূরী | সেইকো নোদা |
উত্তরসূরী | তাতসু কাওয়াবাতা |
স্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক মন্ত্রী | |
কাজের মেয়াদ ১১ জানুয়ারি ১৯৯৬ – ৭ নভেম্বর ১৯৯৬ | |
প্রধানমন্ত্রী | রিয়ুতারো হাশিমোতো |
পূর্বসূরী | চুরিও মোরি |
উত্তরসূরী | জুনিচিও কোইজুমি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১০ অক্টোবর ১৯৪৬ উবে, জাপান |
রাজনৈতিক দল | দেমোক্রেটিক পার্টি অফ জাপান |
দাম্পত্য সঙ্গী | নোবুকো কান (১৯৭০–বর্তমান) |
সন্তান | গেনতারো কান Shinjirō Kan |
প্রাক্তন শিক্ষার্থী | টোকিও ইনিস্টিটিউট অফ টেকনোলোজি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নাওতো কান (菅 直人 Kan Naoto, জন্ম ১০ অক্টোবর ১৯৪৬) জাপানের সাবেক প্রধানমন্ত্রী। ২০১০ এর জুনে অর্থমন্ত্রী থাকাকালে তিনি ডেমোক্রেটিক পার্টি অফ জাপানের নেতা নির্বাচিত হন। পরবর্তিতে তিনি জাপানের সম্রাট কর্তৃক প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নির্বাচনে তিনি ইউকিও হাতোয়ামাকে পরাজিত করেন। ২ সেপ্টেম্বর ২০১১ সালে তার পরিবর্তে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়োশিহিকো নোদা জাপানের সম্রাট কর্তৃক নিয়োগ পান।[১]
জাপানের ইয়েমাগুচির উবে শহরে নাওতো কান ১৯৪৬ সালের ১০ অক্টোবরে জন্মগ্রহণ করেন। তার বাবা হিসাও কান ছিলেন একজন কাচ নির্মাতা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। নাওতো কান ১৯৭০ সালে টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলোজি থেকে স্নাতক সম্পন্ন করেন।
স্নাতক সম্পন্ন করার পর নাওতো কান প্টেন্ট অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।[২] তিনি চার বছর এই চাকরিতে ছিলেন করেন। তিনি ১৯৭৬ ও ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে পরাজিত হন। ১৯৮০ সালে জাপানের সংসদের নিম্ন কক্ষে তিনি একটী আসন লাভ করেন। সেসময় তিনি সোস্যালিস্ট ডেমোক্রেটীক ফেডারেশনের একজন সদস্য ছিলেন। ১৯৯৬ সালে তিনি দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করেন।
১৯৯৮ সালে কানের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।[৩] ইউকিও হাতোয়ামা জাপানের ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে পদত্যাগ করলে কান এই পদ লাভ করেন। ২০০৪ সালে কানকে এই পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। ২০০৫ সালে কান একটী নতুন গণতান্ত্রিক দল গঠন করেন, এর নাম ডানকাই পার্টি।
নাওতো কান বিশ্বাস করেন যে, জাপানের সামরিক বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে আরো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।[৪]
কান ১৯৭০ সালে নবুকো কে বিয়ে করেন। নবুকো ওকাহামা শহরে বেড়ে উঠে এবং সুডা কলেজে পড়ার সময় তার সাথে কানের সম্পর্ক হয়।[৫] এই দম্পতির দুটো ছেলে রয়েছে জেনটারো ও শিনজিরো। জেনটারো নাগরিক অধিকার সংক্রান্ত কাজের সাথে জড়িত যদিও ২০০৩ ও ২০০৫ সালের লোয়ার হাউজ নির্বাচনে সে পরাজয় বরন করে। শিনজিরো টোকিও এর নেরিমা তে একটি পশু হাসপাতালে চাকরি করে।[৬] অল্পতেই মেজাজ হারানোর জন্য কান এর একটি ছদ্মনাম ছিল সেটি হল "ইরা-কান"।[৭] কানের গো,শোগি,ওরিগামি ইত্যাদি খেলার শখ রয়েছে।[৮] কান জটিল মাহজগং পয়েন্ট সিস্টেমের গণনা করার জন্য একটি যন্ত্র তৈরি করে যা ১৯৭৩ সালে একটি পেটেন্টের জন্য প্রয়োগ করা হয়েছিল।[৯]