নাওয়াল আস-সাদাউই | |
---|---|
نوال السعداوي | |
জন্ম | কাফরু তাহ়লা, কালয়ুবিয়্যা প্রদেশ, মিশর | ২৭ অক্টোবর ১৯৩১
মৃত্যু | ২১ মার্চ ২০২১ কায়রো, মিশর | (বয়স ৮৯)
মাতৃশিক্ষায়তন | কায়রো বিশ্ববিদ্যালয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ইসলামি নারীবাদী |
নাওয়াল আস-সাদাউই (আরবি: نوال السعداوي, ২৭ অক্টোবর, ১৯৩১–২১ মার্চ, ২০২১) বা নাওয়াল আস-সাদাবি ছিলেন একজন মিশরীয় নারীবাদী লেখিকা, সক্রিয়তাবাদী, চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ। ইসলামে নারীর অবস্থান নিয়ে বহু লেখালেখি করেছেন, যার অনেকটাতেই উঠে এসেছে তাঁর সমাজে বিরাজিত নারী খৎনা।[১] তাঁকে অভিহিত করা হয় আরব জাহানের সিমন দ্য বোভোয়ার[২] ও মিশরের সবচেয়ে উচ্চকণ্ঠ আমূল-সংস্কারবাদী হিসাবে।[৩]
নয় সন্তানের মধ্যে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ সাদাউইর জন্ম হয় মিশরের কালয়ুবিয়্যা নামক মুহ়াফাজা বা প্রদেশের কাফরু তাহ়লা নামের ছোটো একটি গ্রামে।[৪] সন্তানাদিকে শিক্ষিত করতে মত ছিল পিতার, তারপরও ছয় বছর বয়সে আস-সাদাউইর খৎনা হয়।[৫][৬]
নাওয়াল আস-সাদাউই ১৯৫৫ সালে জামি’য়াতুল ক-হিরা (কায়রো বিশ্ববিদ্যালয়) চিকিৎসক হিসাবে স্নাতক উপাধি লাভ করেন।[৭]
জন্মস্থান কাফরু তাহলায় কাজ করবার সময় গ্রামীণ নারীদের দুর্দশা আর অসমতা প্রত্যক্ষ করেন। এক রোগীকে পারিবারিক সহিংসতার হাত থেকে বাঁচাতে গেলে কায়রো থেকে তাঁকে ডেকে পাঠানো হয়। মিসরের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালকের দায়িত্ব পান এক সময়, যেখানে তাঁর তৃতীয় স্বামী শারিফু হাতাতার সাথে পরিচয় হয়। হাতাতাও ছিলেন একজন চিকিৎসক ও লেখক; রাজনৈতিক রোষানলে পড়ে জেল খাটেন ১৩ বছর।[৮]
তিনবার বিয়ে করেন তিনি। ১৯৫৫ সালে আহমাদ হিলমি-র সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। পরে বিয়ে হয় শারিফু হাতাতার সনে।[৯][৭]
সাদাউই চোস্ত ইংরেজি বলতেন, সাথে তাঁর মাতৃভাষা মিশরীয় আরবি তো ছিলই।[১০] তবে আরবি ভাষায় লিখতেন বলে বিশ্বমঞ্চে যথার্থ কদর না পাওয়ার আক্ষেপ জানিয়ে গেছেন তিনি:
আরবি (বা অন্য কোনো ভাষা) হতে ইংরেজি ও ফরাসিতে রূপান্তর এক বিরাট মুশকিলের কথা।...ঔপনিবেশিক পুঁজিবাদী শক্তি প্রধানত ইংরেজি আর ফরাসি ভাষী।...আফ্রিকা ও এশিয়ায় কোটি কোটি মানুষ আছে যারা ইংরেজি বা ফরাসি বলে না।...আরবিতে লিখি বলে আমি এখনো [৩০ জুন , ২০১৬ তারিখে প্রদত্ত সাক্ষাৎকার] সাহিত্যিক পরাশক্তিদের কাছে পাত্তা পাই না; এর আরেকটা কারণ পরাশক্তিগুলোর উপনিবেশক, পুঁজিবাদী, বর্ণবাদী ও পিতৃতান্ত্রিক মানসিকতার সমালোচনা করি তাই।[১১]
সাদাউই তাঁর কিছু কাজ তাঁর ওয়েবসাইটে রেখেছিলেন।[১২]
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)