নাখলাহ نَخْلَة ওয়াদিয়ে নাখলাহ[১] وَادِي نَخْلَة | |
---|---|
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 393 নং লাইনে: স্থানাঙ্কের মান বিকৃত।নাখলার অবস্থান | |
স্থানাঙ্ক: | |
দেশ | ![]() |
অঞ্চল | মক্কা অঞ্চল |
সরকার | |
• মেয়র | উসামা বার |
• প্রাদেশিক গভর্নর | খালিদ বিন ফাহাদ আল-সৌদ |
সময় অঞ্চল | এএসটি (ইউটিসি+3) |
ওয়াদি নাখলাহ (আরবি: وَادِي نَخْلَة) হল সৌদি আরবের হেজাজ অঞ্চলের মক্কা এবং তায়েফ শহরের মধ্যে একটি এলাকা। এটি মক্কার ইসলামি হারামের জন্য একটি মিকাত (সীমানা) হিসাবে কাজ করে।[১]
ইসলামের নবী মুহাম্মাদের যুগে এখানে একটি সফল সামরিক অভিযান পরিচালিত হয়েছিল, যেটি "নাখলা অভিযান" নামে পরিচিত।[২][৩]:২১৮ নাখলা অভিযান ছিল সপ্তম কাফেলা অভিযান এবং মক্কাবাসীদের বিরুদ্ধে প্রথম সফল অভিযান। এটি সংঘটিত হয়েছিল দ্বিতীয় হিজরি রজব মাসে(জানুয়ারি ৬২৪ ইসাব্দ )। সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে জাহশ আসাদি,[৩]:২১৮[৪] যাকে মুহাম্মাদ ছয়টি উটসহ ১২ জন অভিবাসীর প্রধান হিসেবে নাখলাতে পাঠিয়েছিলেন।[৫]:১২৬, ১২৯[৬][৭][ক]