নাজনীন ফারুক

নাজনীন ফারুক
আসামের রাজ্যসভা সদস্য
কাজের মেয়াদ
২০১০ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫৪-০৮-০১)১ আগস্ট ১৯৫৪
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীআব্দুল রহমান ফারুক
বাসস্থানইউ.আর রোড, নগাঁও, আসাম-৭৮২০০১
প্রাক্তন শিক্ষার্থীনর্দান ইস্টার্ন হিল বিশ্ববিদ্যালয়, শিলং, মেঘালয়
জীবিকাসমাজকর্মী, রাজনীতিবিদ

নাজনীন ফারুক (জন্মঃ ১ আগস্ট, ১৯৫৪) একজন ভারতীয় সমাজকর্মী, রাজনীতিবিদ যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত। ২০১০ সাল থেকে তিনি রাজ্যসভায় আসামের রাজ্যসভা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

ফারুক ১৯৫৪ সালের ১ আগস্টে ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মেঘালয় রাজ্যের শিলং-এ নর্দান ইস্টার্ন হিল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত লেডি কেন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৭৩ সালের ১০ জানুয়ারিতে আব্দুল রহমান ফারুকের সাথে বাগদান সম্পন্ন করেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

ফারুক ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আসামের রাজ্য বয়ন উৎপাদন লিমিটেডের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ সালের এপ্রিলে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। তিনি 'রাসায়নিক সার কমিটি', সংখ্যালঘু মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটি', 'নারী ক্ষমতায়ন কমিটি', 'লোকসভা সদস্যদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প কমিটি' এবং 'কোর্ট অব দ্য আসাম লেজিস্লেটিভ কমিটি'র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[]

সম্মাননা

[সম্পাদনা]
  • ২০০৯ - ভারত জ্যোতি পুরস্কার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "WebPage of Dr. T.N. Seema Member Of Parliament (RAJYA SABHA)"। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৪