নাজলা মাহমুদ | |
---|---|
মিশরের ফার্স্ট লেডি | |
In role ৩০ জুন ২০১২ – ৩ জুলাই ২০১৩ | |
রাষ্ট্রপতি | মুহাম্মাদ মুরসি |
পূর্বসূরী | সুজানে মুবারক |
উত্তরসূরী | এন্তিসার আমের |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নাজলা আলী মাহমুদ ৪ জুলাই ১৯৬২ আইন শামস, মিশর |
দাম্পত্য সঙ্গী | মুহাম্মাদ মুরসি |
সন্তান | ৫ |
ধর্ম | ইসলাম |
নাজলা আলী মাহমুদ (আরবি: نجلاء على محمود, মিশরীয় আরবি: ˈnæɡlæ ˈʕæli mæħˈmuːd or মিশরীয় আরবি: næɡˈlæːʔ, জন্ম ৪ জুলাই ১৯৬২) হচ্ছেন পঞ্চম মিশরের রাষ্ট্রপতি, মুহাম্মাদ মুরসির স্ত্রী এবং চাচাতো বোন যিনি ২০১২ থেকে ২০১৩ পর্যন্ত মিশরের ফার্স্ট লেডি ছিলেন।[১][২] নাজলা মাহমুদ 'মিশরের ফার্স্ট লেডি' খেতাব প্রত্যাখ্যান করেন এবং তাকে 'মিশরের ফার্স্ট লেডি' বলার পরিবর্তে 'প্রথম কর্মী', 'রাষ্ট্রপতির স্ত্রী', 'উম আহমেদ' (বাংলা:আহমেদের মা, আহমেদ তার বড়ছেলে) বলতে অনুরোধ করেছিলেন।[১][৩]
নাজলা ১৯৭৯ সালে মিশরের সাবেক রাষ্ট্রপতি মুহাম্মাদ মুরসিকে বিবাহ করেন যখন তিনি ছিলেন ১৭ বছরের একজন ছাত্রী।তিনি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করেছেন।[৪] নাজলা ও মুরসির পাঁচ সন্তান এবং তিন নাতি রয়েছে।[৪]
সম্মানজনক পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী সুজানে মুবারক |
মিশরের ফার্স্ট লেডি ২০১২–২০১৩ |
উত্তরসূরী এন্তিসার আমের |