নাতাশা কাম্পুশ (জন্ম ১৯৮৮) অস্ট্রিয়ার নাগরিক। ১৯৯৮ সালে ১০ বছর বয়সে তিনি হারিয়ে যান। উল্ফ্গ্যাং প্রিক্লোপিল নামক এক লোক তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তী আট বছর নাতাশা প্রিক্লোপিলের বাড়ির এক গুপ্তকক্ষে আটক অবস্থায় অতিবাহিত করে। মাঝে মাঝে তাকে বিভিন্ন টুকিটাকি কাজ করার জন্যে ছেড়ে দেওয়া হতো। ২০০৬ সালের আগস্ট মাসে এমন এক সুযোগ নিয়ে নাতাশা সেই বাড়ি থেকে পালাতে সক্ষম হয়। প্রিক্লোপিল সেই একই দিনে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনাটি অস্ট্রিয়া ছাড়াও বহির্বিশ্বে আলোড়ন তৈরি করেছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |